রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: বাড়ি থেকে ফারাক্কা কলেজে পরীক্ষা দিতে যাবার পথে রাস্তায় মানী ব্যাগ।হারিয়ে যায় জঙ্গিপুর কলেজের তৃতীয় বর্ষের ছাত্র অরিন্দম মন্ডলের। প্রায় দশ হাজার টাকা ও অন্যান্য ডকুমেন্ট হারিয়ে কার্যত কান্নায় ভেংগে পড়েন ওই ছাত্র। যদিও পরক্ষণেই অটো চালিয়ে বাড়ি যাবার পথে সামশেরগঞ্জের ঘোষপাড়া মোড় থেকে সেই মানিব্যাগ কুড়িয়ে পেয়ে পুলিশের মাধ্যমে যোগাযোগ করে ছাত্রের হাতে তুলেন দিলেন অটো চালক বাবলু শেখ। অটো চালকের সততায় মুগ্ধ ট্রাফিক পুলিশের কর্তা থেকে শুরু করে কলেজ ছাত্র। জানা গিয়েছে, শুক্রবার সকাল দশ টা নাগাদ জঙ্গিপুরের সিমলা এলাকা থেকে ফারাক্কা সৈয়দ নুরুল হাসান কলেজে পরীক্ষা দিতে যাচ্ছিলেন কলেজ ছাত্র অরিন্দম মন্ডল। বাইকে করে যাবার পথে হঠাৎ পকেট থেকে মানী ব্যাগ পড়ে যায়। কিন্তু খেয়াল না করেই দীর্ঘ পথ পেরিয়ে যায় ওই কলেজ ছাত্র। এদিকে নিত্যদিনের মতো শুক্রবারও ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে অটো চালিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন সামসেরগঞ্জের জয়কৃষ্ণপুর ঘোষপাড়া গ্রামের অটোচালক বাবলু শেখ। সেসময় ঘোষপাড়া মোড়ে মানী ব্যাগটি দেখতে পান তিনি। সেখান থেকে সেই মানিব্যাগটি উদ্ধার করে সঙ্গে সঙ্গে ডাকবাংলায় অবস্থিত সাব ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জ এর কাছে ছুটে আসেন অটোচালক। তার হাতেই মানিব্যাগটি তুলে দেন তিনি। তারপরেই ডাকবাংলা সাব ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জ শুভঙ্কর চ্যাটার্জি আইকার্ড এর সূত্র ধরে ওই ছেলেটির সঙ্গে যোগাযোগ করেন। এবং পুলিশের উপস্থিতিতেই কলেজ ছাত্রকে মানিব্যাগ এবং যাবতীয় ডকুমেন্ট তুলে দেওয়া হয়। বাবলু শেখের এই সততায় মুগ্ধ পুলিশের কর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct