অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: সান্তাক্লজ যেন এলেন উপহার ও আনন্দ নিয়ে। তবে এই সান্তা মোটেই কাল্পনিক নন। কেননা সান্তার ভূমিকায় স্বয়ং পুলিশ ও প্রশাসনিক আধিকারিকেরা। বড়দিন উপলক্ষে সোমবার বালুরঘাট পুরসভার অন্তর্গত বিভিন্ন এলাকায় থাকা গৃহহীন মানুষ গুলোর মুখে হাসি ফোটালেন তাঁরা। অসহায় ও গৃহহীন মানুষগুলো যাতে বড়দিনের আনন্দে শামিল হতে পারেন সেজন্যই এই উদ্যোগ। পুলিশের মানবিক মুখ ধরা পরল ।জানাগিয়েছে, বালুরঘাট থানার উদ্যোগে এদিন গৃহহীন পুরুষ ও মহিলার হাতে শীতবস্ত্র, মিষ্টি ও কেকের প্যাকট তুলে দেয়া হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মহকুমা শাসক (বালুরঘাট সদর) দেবাশীষ চৌধুরী, ডিএসপি (ডিইবি) রাহুল বর্মণ, বালুরঘাট থানার আইসি শান্তি নাথ পাঁজা, টাউন বাবু দেবাশীষ কুন্ডু সহ আরো অনেকে। এই প্রচণ্ড ঠাণ্ডায় শীত বস্ত্র ও কেক পেয়ে পুলিশকর্মীদের ধন্যবাদও জানিয়েছেন তাঁরা। এবিষয়ে বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা জানান, ‘বড়দিন উপলক্ষে এদিন প্রায় ১০ জন গৃহহীন পুরুষ ও মহিলার হাতে শীতবস্ত্র, মিষ্টি ও কেকের প্যাকট তুলে দেয়া হয়।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct