সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: রাজ্যের পাশাপাশি জেলা জুড়ে বিভিন্ন ব্লকের পঞ্চায়েত এলাকায় গত ১১জানুয়ারি থেকে তৃনমূল কংগ্রেসের উদ্যোগে শুরু হয়েছে”দিদির সুরক্ষা কবচ”- নামক কর্মসূচি। রবিবার অনুরূপ কর্মসূচিতে অংশগ্রহণ করতে এসে বিক্ষোভের মুখে পড়েন বীরভূম জেলার সিউড়ি বিধানসভার বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। ঘটনাটি ঘটেছে দুবরাজপুর ব্লকের চিনপাই গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামে। উল্লেখ্য, ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে ‘দিদির দূত’দের ঘিরে বিক্ষোভ অব্যাহত । রাজ্য ও জেলার অন্যান্য এলাকার ন্যায় দিদির দূতদের ঘিরে সেইরকম চিত্র বীরভূমের দুবরাজপুর ব্লকের চিনপাই অঞ্চলে।
দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে শাসক দলের নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদরা বেরিয়েছেন বিভিন্ন ব্লকের অঞ্চল এলাকায় জনসংযোগ ও আমজনতার অভাব অভিযোগ শুনতে।স্থানীয় মন্দির,মসজিদ সহ বিভিন্ন ধর্মীয় স্থানের পাশাপাশি পাড়া বৈঠক ও জনতার বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন তাঁরা। সেই মতো আজ সিউড়ি বিধানসভার দুবরাজপুর ব্লকের চিনপাই গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হয় সিউড়ি বিধানসভার তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরিকে।বিধায়ক গ্রামে আসার আগে থেকেই গ্রামবাসীরা গাছের ডাল ফেলে পথ অবরোধ করেন।পানীয় জলের সমস্যা নিয়ে স্থানীয় বাসিন্দাদের রয়েছে হাজারো অভিযোগ। সেই অভিযোগ শোনেন খোদ বিধায়ক বিকাশ রায়চৌধুরি। গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে তিনি জানান,আপনারা আমাকে কেন অভিযোগ করেন নি।কোথায় কাকে বলেছেন জানিনা তবে আমি বিধায়ক,জেলা সভাধিপতি বলছি কথা দিচ্ছি পানীয় জলের সমস্যার সমাধান করে দেওয়া হবে শীঘ্রই।আমার অফিসের দরজা সবসময় সবার জন্য খোলা আছে।মুখ্যমন্ত্রী পৌরসভা সহ বিভিন্ন স্তরে পানীয় জলের জন্য ট্যাক্স তুলে দিয়েছেন জনগণের মধ্যে সুবিধা প্রদান করার লক্ষ্যে তাই এটার ও সমাধান হবে।এখানে বিজেপি উস্কানি দিয়ে এক ইঞ্চি জমি দখল করতে পারবে না।গ্রামবাসী আমার উপর আস্থা রেখেছে ভরসা রেখেছে তৃনমূল এখানে ১০০ শতাংশ ভোট পাবে।সেই সাথে সিপিআইএম কে কংগ্রেসের দোসর বলে কটাক্ষ করেন। বিধায়কের আশ্বাসে গ্রামবাসীরা পথ অবরোধ তুলে নেন। তারপর বিধায়ক পার্শ্ববর্তী এলেমা গ্রামে গিয়ে একটি জনসভা করেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলোর কথা তুলে ধরেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct