আপনজন ডেস্ক: সোমবার ন্যাশনাল ইনস্টিটিউশনাল ব়্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক (এনআইআরএফ) ব়্যাঙ্কিং ২০২৩-এর ক্রমতালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), মাদ্রাজ টানা পঞ্চমবারের মতো ২০২৩-এ শীর্ষ স্থান অর্জন করেছে। আর বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি) সেরা বিশ্ববিদ্যালয় হিসাবে স্থান পেয়েছে। এনআইআরএফ ব়্যাঙ্কিং ২০২৩-এর ঘোষণা অনুসারে ‘ইউনিভার্সিটি’ ক্যাটাগরিতে আইআইএসসি বেঙ্গালুরুও শীর্ষস্থান ধরে রেখেছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় এবং জামিয়া মিলিয়া ইসলামিয়া। জামিয়া মিলিয়া ইসলামিয়ার উপাচার্য নাজমা আখতার সোমবার বলেন, এনআইআরএফ ব়্যাঙ্কিংয়ে ২০১৬ সালে ৮৩ তম স্থান থেকে ২০২২ সালে তৃতীয় স্থানে উন্নীত হয়েছে বিশ্ববিদ্যালয়। অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থান অর্জন করেছে। আইআইএসসি বেঙ্গালুরু গবেষণার জন্য সেরা প্রতিষ্ঠান হিসাবে স্থান পেয়েছে, তারপরে আইআইটি মাদ্রাজ। তৃতীয় স্থানে রয়েছে আইআইটি দিল্লি।দিল্লি বিশ্ববিদ্যালয়ের পাঁচটি কলেজ ভারতের শীর্ষ দশের মধ্যে স্থান পেয়েছে। মিরান্ডা হাউস তার শীর্ষ স্থান ধরে রেখেছে, হিন্দু কলেজ দ্বিতীয় স্থান অর্জন করেছে। এরপর রয়েছে চেন্নাইয়ের প্রেসিডেন্সি কলেজ, কোয়েম্বাটুরের পিএসজিআর কৃষ্ণম্মাল কলেজ ও কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ। শীর্ষ দশে থাকা অন্যান্য কলেজগুলি হল নয়াদিল্লির আত্মা রাম সনাতন ধর্ম কলেজ ষষ্ঠ, লেডি শ্রীরাম কলেজ ফর উইমেন দিল্লির নবম এবং দিল্লির কিরোরিমাল কলেজ দশম স্থানে রয়েছে। শীর্ষ ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানগুলির মধ্যে আইআইটি-মাদ্রাজ টানা অষ্টম বারের মতো শীর্ষ স্থান ধরে রেখেছে। এর পরেই রয়েছে আইআইটি-দিল্লি এবং আইআইটি-বোম্বে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম), আহমেদাবাদ ভারতের শীর্ষ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট হিসাবে স্থান পেয়েছে, এর পরে আইআইএম ব্যাঙ্গালোর এবং আইআইএম কোঝিকোড রয়েছে। ফার্মেসি ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফার্মাসিউটিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ, হায়দ্রাবাদ। এর পরে রয়েছে জামিয়া হামদর্দ এবং বিআইটিএস পিলানি। গত বছর সাতটি বিষয় ছিল। এ বছর এনআইআরএফ একটি নতুন শাখা যুক্ত করেছে, যার নাম কৃষি ও সংশ্লিষ্ট খাত। এনআইআরএফ প্রস্তুতকারী ন্যাশনাল বোর্ড অফ অ্যাক্রেডিটেশনের (এনবিএ) সদস্য সচিব অনিল কুমার নাসা বলেন, অষ্টম সংস্করণের সাথে, আমরা এখন ৮টি বিষয়-নির্দিষ্ট ব়্যাঙ্কিং সহ ১২টি বিভাগ পেয়েছি। তিনি বলেন, ‘আমরা চারটি ক্যাটাগরি নিয়ে এনআইআরএফ শুরু করেছি। লক্ষ্য ছিল উচ্চশিক্ষার মান উন্নত করা এবং শিক্ষার্থীদের সিদ্ধান্ত নিতে সহায়তা করা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct