মোল্লা মুয়াজ ইসলাম, মন্তেশ্বর, আপনজন: মন্তেশ্বরের জনপ্রিয় তৃণমূল ব্লক সভাপতি আজিজুল হক ১৮ নম্বর জেড পি আসনে মনোনয়ন পেয়েছিলেন। শান্ত ভদ্র এই জনপ্রিয় নেতা তার নিকটতম প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে ত্রিশ হাজার ভোটে জয়লাভ করেন। যখন বিভিন্ন ক্ষেত্রে নেতা-নেত্রীদের ক্ষমতা পাওয়ার পর তাদের মধ্যে অহমিকা দেখা যায় সেখানে আজিজুল হক এক ব্যতিক্রমী চরিত্র। সর্বদা তিনি সাধারণ মানুষের সুখ দুঃখের অংশীদার ছিলেন। অনেক বাধা-বিপত্তি সত্ত্বেও মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তার হাতেই মন্তেশ্বর এর তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট এর দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব তিনি যথাযথ পালন করছেন। আজিজুল হক বলেন তিনি জননেত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জীর সৈনিক। তারা যখন যে নির্দেশ দেবেন সেই নির্দেশ তিনি অক্ষর অক্ষরে পালন করবেন। তার কাছে দল অনেক বড় সে কথা মাথায় রেখে তিনি কাজ করেন। এবার মন্তেশ্বর থেকে জেলা পরিষদের কর্মাধ্যক্ষের পদে আসার সম্ভাবনা।সাধারণ মানুষ তাকে ঐ পদে দেখতে চান । এখনো মাটির বাড়িতে থাকা আজিজুল হক দল অন্ত প্রাণ। পার্টির জন্ম লগ্ন থেকে তৃণমূলের লড়াকু সৈনিক হিসেবে কাজ করে যাচ্ছেন।সিপিআইএম জমানায় তিনি তৃণমূলের প্রধান ছিলেন। সংগঠন ও প্রশাসন দুটি দিকে সমান দক্ষ । আগামী দিনে এলাকার মানুষ আরো বড় দায়িত্বে দেখতে চাইছেন ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct