দেবাশীষ পাল, মালদা, আপনজন: একদিন পার হতে না হতে আবারো ভুল চিকিৎসার শিকার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।গতকাল ভুল চিকিৎসার জন্য মারা গেছে বাইক এক্সিডেন্টের এক যুবক সেই রেশ কাটতে না কাটতে আবার ভুল চিকিৎসার অভিযোগ তুলল চিকিৎসকের বিরুদ্ধে । একদিনের মাথায় আবারো চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠল মালদা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে। রবিবার পথ দুর্ঘটনায় আহত হয়ে এক যুবকের মৃত্যু ঘিরে চিকিৎসার গাফিলতির অভিযোগে ধন্দুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল হাসপাতালে।এবারে প্রসূতির মৃত্যু ঘিরে একদিনের মাথায় আবারো মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল। ঘটনাস্থলে ইংরেজবাজার থানার পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিবার সুত্রে জানা গিয়েছে,মৃতের নাম টুলি খাতুন। একবছর আগে পাকুয়া হাট এলাকার রাজিকুল সেখের সাথে বিয়ে হয় তার। সোমবার প্রসব যন্ত্রনা নিয়ে মালদ মেডিক্যাল কলেজ হাসপতালের মাতৃমা বিভাগে ভর্তি হয়। আজ পুত্র সন্তান হয়। এরপর থেকে টুলি খাতুনের শাররীক অবস্থার অবনতি হলে তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, কর্তব্যরত চিকিৎসকরা তাদের জানান রক্ত লাগবে। সেই মতো চার প্যাকেট রক্তের জোগাড় করে দেয়। এরপর তাদের রোগী মারা গেলেও কর্তৃপক্ষ তাদের কিছু বলেনি। বিকেল পাঁচটা নাগাদ তারা জানতে পারেন তাদের রোগী মারা গেছে। এরপরই আত্মীয়-স্বজনরা হাসপাতালে বিক্ষোভ দেখায়। চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলেছেন মৃতা গৃহবধূর পরিবারবর্গ। যদি এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct