আলম সেখ, কলকাতা, আপনজন: বুধবার এসডিপিআই-এর রাজ্য অফিসে গঙ্গা, পদ্মা ও ভাগীরথী নদীর ভাঙন প্রতিরোধ কল্পে বিশেষ কর্মসূচি ঘোষণা করার জন্য এসডিপিআই একটি সংবাদ সম্মেলন করে। বক্তব্য রাখেন ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রাজ্য সহসভাপতি মুহাম্মাদ সাহাবুদ্দিন। আগামী ৭ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ফারাক্কা থেকে লালগোলা পর্যন্ত “নদী ভাঙন প্রতিরোধ যাত্রা” নামে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন মুর্শিদাবাদ ও মালদহ জেলার স্থায়ী ভয়ংকর সমস্যা এই নদী ভাঙন। দশকের পর দশক প্রতি বছর জমি জমা, বাড়ি ঘর, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, জীবন ও সম্পদ, গবাদিপশু নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। জনপদ অনেক বার পরিবর্তন হয়েছে এবং হচ্ছে। মাইলের পর মাইল জনপদ নদী গর্ভে বিলীন হয়েছে। দরকার ছিল এই ভাঙন সমস্যাকে জাতীয় সমস্যা বলে ঘোষণা করে সমস্যার স্থায়ী সমাধান করা। কোন ইউনিয়ন সরকার এবং কোন রাজ্য সরকার যথাযথ গুরুত্ব দেয়নি। কোন রাজনৈতিক দল মাথা ঘামায়নি। এমতাবস্থায় সাধারণ জনগণকে সচেতন করে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে এসডিপিআই ধারাবাহিক কর্মসূচি গ্ৰহণ করেছে। তারই অংশ হিসেবে আগামী ৭ ডিসেম্বর ২০২৪ থেকে ১৪ ডিসেম্বর ২০২৪ ফারাক্কা থেকে লালগোলা পর্যন্ত “ নদী ভাঙন প্রতিরোধ যাত্রা” নামে একটি পদযাত্রা কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির বিস্তারিত জানান রাজ্য সাধারণ সম্পাদক ও যাত্রা কর্মসূচির প্রধান হাকিকুল ইসলাম। সমাপ্তি সভা হবে লালগোলা এম এন একাডেমী মাঠে। পদযাত্রায় বিভিন্ন দিন হাঁটবেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনরা । নদী গবেষকরা।
তিনি আরও জানান এর পরবর্তী কর্মসূচি আছে লালগোলা থেকে জলঙ্গী পর্যন্ত পদযাত্রা। তার পরবর্তী কর্মসূচি হল রাজ্য নদী ভাঙন প্রতিরোধ দপ্তর অভিযান । ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে আমাদের সমস্ত কর্মসূচি শেষ করা হবে। সম্মেলনে রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম সহ রাজ্য কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct