আপনজন ডেস্ক: শুক্রবার সুপ্রিম কোর্টে জ্ঞানবাপি মসজিদ কমিটির আয়ত্তে থাকা মসজিদের সিল করা অঞ্চলটিতে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (এএসআই) সমীক্ষার আবেদন করেছিল হিন্দু পক্ষ, যেখানে বারাণসীর জ্ঞানবাপি মসজিদ চত্বরে একটি “শিবলিঙ্গ” পাওয়া গেছে বলে তারা দাবি করে।
বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ জ্ঞানবাপি কমপ্লেক্সের মসজিদ পরিচালনার দায়িত্বে থাকা কমিটি অফ ম্যানেজমেন্ট এবং অন্যান্যদের কাছে কিছু ভক্তের আবেদনের ভিত্তিতে নোটিশ জারি করেছে।
বেঞ্চ ১৭ই ডিসেম্বর এই বিষয়ে শুনানি করবে। বেঞ্চ জানিয়েছে, বারাণসী জেলা আদালত থেকে এলাহাবাদ হাইকোর্টে স্থানান্তরিত করার আবেদনসহ এই মামলা সম্পর্কিত অন্যান্য আবেদনেরও একই দিনে শুনানি হবে।
আবেদনে বলা হয়েছে, যেহেতু ২০ মে, ২০২২ তারিখের অন্তর্বর্তীকালীন আদেশে ভবনের একটি অংশ সিল করা হয়েছিল এবং ১১ নভেম্বর, ২০২২ তারিখের আদেশে নিশ্চিত করা হয়েছিল, তাই এএসআই প্রশ্নবিদ্ধ সম্পত্তির সিল করা অঞ্চলটি জরিপ করতে পারেনি। আবেদনে বলা হয়েছে, মসজিদর ওজুখানায় ১৮ ডিসেম্বর, ২০২৩-এর রিপোর্টে বর্ণিত বিভিন্ন বৈজ্ঞানিক কৌশল দ্বারা সমীক্ষা করা হয়েছে। তাই ভবনের অংশটিও এএসআই দ্বারা সমীক্ষা করা দরকার।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct