আপনজন ডেস্ক: টোকিওতে যদি কেউ ছাতা, চাবি, এমনকি পোষা প্রাণী হারিয়ে ফেলে, তাহলে পুলিশ হয়তো অত্যন্ত যত্নের সঙ্গে সেগুলোর দেখাশোনা করছে। জাপানে খোয়া যাওয়া জিনিস খুব কম ক্ষেত্রেই দীর্ঘদিন মালিকের কাছ থেকে বিচ্ছিন্ন থাকে, এমনকি প্রায় দেড় কোটি বাসিন্দার মেগাসিটি টোকিওতেও। ৬৭ বছর বয়সী হিরোশি ফুজি একজন পর্যটন গাইড। তিনি টোকিওতে খোয়া যাওয়া জিনিসের জন্য পুলিশের বিশাল কেন্দ্রের কথা উল্লেখ করে বলেন, ‘বিদেশি ভ্রমণকারীরা প্রায়ই বিস্মিত হয়, যখন তারা তাদের খোয়া যাওয়া জিনিস ফিরে পায়।
কিন্তু জাপানে সব সময় হারানো জিনিস ফিরে পাওয়ার প্রত্যাশা থাকে।’ ফুজি বিষয়টিকে ‘জাতীয় বৈশিষ্ট্য’ হিসেবে উল্লেখ করেন। কারণ সে দেশে জনসমাগমস্থলে খুঁজে পাওয়া জিনিস সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা একটি সাধারণ রীতি। তিনি বলেন, জাপানে মা-বাবার কাছ থেকে এই প্রথাটি সন্তানরা শিখে থাকে।
টোকিওর কেন্দ্রীয় ইদাবাশি জেলায় অবস্থিত পুলিশের কেন্দ্রটির পরিচালক হারুমি শোজি জানান, প্রায় ৮০ জন কর্মী একটি ডাটাবেইস সিস্টেম ব্যবহার করে খুঁজে পাওয়া জিনিসগুলো সাজিয়ে রাখেন। প্রতিটি জিনিসে ট্যাগ লাগিয়ে সাজানো হয়, যাতে দ্রুত মালিকের কাছে সেগুলো ফেরত দেওয়া যায়। আইডি কার্ড ও ড্রাইভিং লাইসেন্স সবচেয়ে বেশি হারানো যায় বলেও জানান তিনি।
কিন্তু কুকুর, বিড়াল, এমনকি উড়ন্ত কাঠবিড়ালি ও ইগুয়ানার মতো প্রাণীও পুলিশ স্টেশনে জমা দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct