সন্ন্যাসী কাউরী, ডেবরা, আপনজন: ক্রীড়া চর্চার প্রসার ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল ডেবরা বিধানসভার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীর। শনিবার ডেবরা হরিমতি হাইস্কুল ময়দানে এই ফুটবল টুর্নামেন্টে শুরু হয়। এই টুর্নামেন্ট চলবে আগামী ১৫ ই ডিসেম্বর পর্যন্ত। প্রতি শনিবার এবং রবিবার বিকেলে এই খেলা দেখতে পাবেন ক্রীড়া প্রেমী দর্শকরা। পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তের ১৬ টি ফুটবল দল এই টুর্নামেন্টে অংশ নেবে বলে জানান বিধায়ক হুমায়ুন কবীর। শনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন বিধায়ক হুমায়ুন কবীর। টুর্নামেন্টের প্রথম দিনে অংশ নেয় নয়াগ্রাম তারস একাদশ এবং কেশপুর বেঙ্গল টাইগার। এদিন নয়াগ্রাম তারশ একাদশ, কেশপুর বেঙ্গল টাইগারকে ২-১ গোলে পরাজিত করেন। ফুটবল টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ক্রীড়াপ্রেমী মানুষদের নিয়ে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা বহন করে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এদিনের ফুটবল টুর্নামেন্টে উপস্থিত ছিলেন বিধায়ক প্রতিনিধি বিবেকানন্দ মুখার্জি। ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত ও পরিবহন কর্মাধ্যক্ষ শীতেশ ধাড়া, শিক্ষা কর্মাধ্যক্ষ অশ্বিনী সরদার, কর্মাধ্যক্ষ সাবির আলী, জগন্নাথ মূলা সহ বিশিষ্ট জনেরা। ড. হুমায়ুন কবীর বলেন, মূলত ছাত্র ও যুব সমাজের মধ্যে খেলাধূলার প্রতি আগ্রহ বাড়াতে এবং জেলায় ক্রীড়াচর্চার প্রসার ঘটাতে এই উদ্যোগ। বিগত কয়েক বছর ধরে প্রচুর মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া আমরা পেয়েছি। বর্তমান যুবসমাজ মোবাইল থেকে সরে এসে যাতে মাঠমুখী হয় সেই উদ্দেশ্যে এই আয়োজন। ফুটবল টুর্নামেন্ট কে কেন্দ্র করে ডেবরাবাসীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct