মোল্লা মুয়াজ ইসলাম , বর্ধমান আপনজন: বর্ধমান রাজ কলেজের প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ আজ কলেজ চত্বরে তীব্র আকার ধারণ করেছে। ছাত্র-ছাত্রীদের অভিযোগ, বহুদিন ধরে কলেজের পরিকাঠামো নষ্ট হয়ে রয়েছে, এবং বারবার জানানোর পরও প্রিন্সিপাল সেই সমস্যাগুলির কোনো সমাধান করেননি। ছাত্র-ছাত্রীদের মূল দাবি হল, কলেজের খেলার মাঠ, মহিলাদের কমন টয়লেট, ক্লাসরুম, সিসি ক্যামেরা, কলেজের গেটের পরিকাঠামো সবকিছুই নষ্ট অবস্থায় রয়েছে, কিন্তু কলেজ কর্তৃপক্ষ বা প্রিন্সিপালের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এছাড়াও, কলেজের ক্যান্টিন দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে এবং কলেজ প্রাঙ্গণের সৌন্দর্যায়নেও কোনো উদ্যোগ নেই। তারা আরও অভিযোগ করেছে যে, কলেজের ফি বাড়ানো হয়েছে এবং ক্লাস ঠিকমতো হচ্ছে না। এইসব দাবি নিয়ে ছাত্র-ছাত্রীরা আজকের বিক্ষোভে সামিল হয়েছে, তাদের একটাই দাবি—প্রিন্সিপালের পদত্যাগ। অন্যদিকে, প্রিন্সিপাল ব্যক্তিগতভাবে জানান যে, কলেজে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে অনেক টাকার নয়ছয় হয়েছে এবং তারা কলেজের আয়-ব্যয়ের সঠিক হিসাব দেননি। প্রিন্সিপালের দাবি, কলেজের সোশ্যাল ফান্ড থেকেও নানা জায়গায় টাকা তোলা হয়েছে।
তবে, কলেজের ছাত্র-ছাত্রী ও তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের মতে, এমন কোনো ঘটনা ঘটেনি এবং যদি ঘটে থাকে, তবে আইনি পদক্ষেপ নেওয়া উচিত বলে তারা অভিমত প্রকাশ করেছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct