আপনজন ডেস্ক: বহুদিন ধরে চলা গুঞ্জনটাই অবশেষে সত্যি হলো। কার্লো আনচেলত্তিকে অবশেষে পেল ব্রাজিল। দেশটির ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আজ নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে আনচেলত্তিকে জাতীয় দলের কোচ পদে নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।
সিবিএফের বিবৃতিতে বলা হয়েছে, ‘এখন থেকে ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা দলটির নেতৃত্ব দেবেন বিশ্বের সবচেয়ে সফল কোচ। কার্লো আনচেলত্তি, ঐতিহাসিক সব সাফল্যের সমার্থক। ব্রাজিল জাতীয় দলের নতুন কোচ হিসেবে আজ তাঁর নাম ঘোষণা করেছেন সিবিএফ সভাপতি এদনালদো রদ্রিগেজ। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন এবং আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ে পেরু ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে কোচের ভূমিকায় থাকবেন।’ সিবিএফের পোস্টে রয়েছে সভাপতি এদনালদো রদ্রিগেজের কথাও, ‘ব্রাজিলের নেতৃত্ব দিতে কার্লো আনচেলত্তিকে নিয়ে আসা কৌশলগত পদক্ষেপের চেয়েও বেশি কিছু। এটা বিশ্বের প্রতি ঘোষণা যে আমরা শীর্ষস্থান ফিরে পেতে সংকল্পবদ্ধ। তিনি ইতিহাসের সেরা কোচ, এখন গ্রহের সেরা দলের দায়িত্ব নেবেন। আমরা একসঙ্গে ব্রাজিলিয়ান ফুটবলের গৌরবময় অধ্যায়গুলো রচনা করব।’
২০২৩ সাল থেকে আনচেলত্তির পিছু ছুটছিল ব্রাজিল। ইতালিয়ান এই কোচ তখন সিবিএফের প্রস্তাবে আগ্রহ দেখাননি। এ বছর মার্চে বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার কাছে হারের পর ব্রাজিলের কোচ পদ থেকে ছাঁটাই হন দরিভাল জুনিয়র। তখন আবারও আলোচনায় উঠে আসেন আনচেলত্তি। সংবাদমাধ্যমগুলো জানায়, আবারও আনচেলত্তির পিছু ছুটতে শুরু করেছে ব্রাজিল। ইতিহাসে একমাত্র কোচ হিসেবে সর্বোচ্চ পাঁচবার চ্যাম্পিয়নস লিগজয়ী আনচেলত্তির নাগাল শেষ পর্যন্ত পেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ক্লাব ফুটবলে সফল এই কোচ এবারই প্রথমবারের মতো জাতীয় দলের দায়িত্ব নিলেন।
তবে সিবিএফ আনচেলত্তিকে জাতীয় দলের নতুন কোচ হিসেবে ঘোষণা করলেও তাঁর বর্তমান দল রিয়াল এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। রিয়াল কোচের দায়িত্বে থাকা আনচেলত্তি মৌসুম শেষে মাদ্রিদের ক্লাবটি ছাড়বেন। ২৫ মে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লিগে নিজেদের শেষ ম্যাচ খেলবে রিয়াল। ২৬ মে থেকে ব্রাজিলের দায়িত্ব নেবেন ৬৫ বছর বয়সী আনচেলত্তি। রিয়ালে দুই মেয়াদে ১৫টি শিরোপাজয়ী এই কোচ গত মৌসুমে ক্লাবটিকে লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জেতালেও এবার বড় কোনো শিরোপা জেতাতে পারেননি। উয়েফা সুপার কাপ ও ফিফা আন্তমহাদেশীয় কাপ জিতিয়য়েছেন।
এ মৌসুমে লা লিগায় আর তিন ম্যাচ খেলবে রিয়াল। শীর্ষে থাকা বার্সার সঙ্গে ৭ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে দুইয়ে মাদ্রিদের ক্লাবটি।
আনচেলত্তির বিদায়ের পর জাবি আলোনসোর রিয়ালের নতুন কোচ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। জাবি এরই মধ্যে বায়ার লেভারকুসেন ছাড়ার ব্যাপারটি নিশ্চিত করেছেন। ইএসপিএনকে সূত্র জানিয়েছে, জাবিকে নতুন কোচ বানাতে আলোচনার শেষ পর্যায়ে পৌঁছে গেছে রিয়াল।
বিশ্বকাপ বাছাইয়ে আগামী ৬ জুন ইকুয়েডরের মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ১১ জুন তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। ১৪ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাই টেবিলে চতুর্থ ব্রাজিল। আর্জেন্টিনা বিশ্বকাপে খেলা এরই মধ্যে নিশ্চিত করলেও ব্রাজিলকে অপেক্ষা করতে হচ্ছে। বিশ্বকাপের পরিবর্তিত কাঠামো অনুযায়ী দক্ষিণ আমেরিকা থেকে ২০২৬ বিশ্বকাপের টিকিট পাবে ছয়টি দেশ। সপ্তম দলটিকে প্লে অফ খেলে আসতে হবে।
ব্রাজিল ফুটবলে দীর্ঘ মেয়াদে নিয়োগ পাওয়া প্রথম বিদেশি কোচ হবেন আনচেলত্তি। এর আগে তিনজন বিদেশি কোচ দেখা গেছে ব্রাজিল জাতীয় দলে। তাদের মধ্যে দুজন ছিলেন সহকারী কোচের দায়িত্বে এবং শেষের জন মাত্র এক ম্যাচের জন্য ব্রাজিল জাতীয় দলের কোচ পদে ছিলেন।
১৯২৫ কোপা আমেরিকায় ব্রাজিল জাতীয় দলের ফিল্ড কোচের দায়িত্বে ছিলেন উরুগুয়ের র্যামন প্লাতেরো। কোপায় চার ম্যাচ ব্রাজিলের কোচ পদে ছিলেন তিনি, মেয়াদ ছিল ২০ দিন। ১৯৪৪ সালে উরুগুয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে মাত্র চার দিন ব্রাজিলের সহকারী কোচ পদে ছিলেন পর্তুগালের জোরেকা। এরপর ১৯৬৫ সালে উরুগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে কোচের পদ সামলান আর্জেন্টিনার ফিলপো নুনেজ। ওই এক দিনই তিনি ব্রাজিল কোচের দায়িত্বে ছিলেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct