আপনজন ডেস্ক: দুই দিনের আলোচনার পর যুক্তরাষ্ট্র ও চীন একে অপরের ওপর আরোপিত শুল্ক ১১৫ শতাংশ পর্যন্ত কমাতে সম্মত হয়েছে। এই চুক্তি কার্যকর থাকবে আগামী ৯০ দিন। জেনেভায় অনুষ্ঠিত এই বাণিজ্য আলোচনার ফলাফল হিসেবে বিশ্ববাজারে শেয়ার সূচকে বড় ধরনের উত্থান দেখা গেছে।
যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, ‘ওয়াশিংটন ও বেইজিং কেউই নিজেদের মধ্যে সম্পর্ক ছিন্ন করতে চায় না।
’ তার এই মন্তব্য বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র তার চীনা পণ্যের ওপর ১৪৫ শতাংশ শুল্ক কমিয়ে ৩০ শতাংশে নামিয়ে আনবে। অন্যদিকে চীন, মার্কিন পণ্যের ওপর ১২৫ শতাংশ শুল্ক কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনবে। এই ঘোষণার পরপরই লন্ডনের এফটিএসই ১০০ সূচক লেনদেনের শুরুতে ১ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। হংকংয়ের হ্যাংসেং সূচক ৩ শতাংশের বেশি বৃদ্ধি পায় এবং ওয়াল স্ট্রিটেও সূচকগুলো ৩ শতাংশ ঊর্ধ্বমুখী হয়ে দিনের শুরু করতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। জেনেভায় এক প্রেস কনফারেন্সে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার জানান, উভয় পক্ষই সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত তথাকথিত ‘স্বাধীনতা দিবস’-এর শুল্ক কাঠামোর ‘পাল্টাপাল্টি’ শুল্ক বসানোর অংশটি উল্লেখযোগ্যভাবে কমাতে সম্মত হয়েছে। এর আওতায় ১২৫ শতাংশ পর্যন্ত আরোপিত শুল্ক কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct