নিজস্ব প্রতিবেদক, নবগ্রাম, আপনজন: মুর্শিদাবাদের নবগ্রাম বিধানসভার তৃণমূল কংগ্রেসের বিধায়ক কানাই চন্দ্র মন্ডল এর একটি ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে তিনি দলীয় কর্মীদের বলছেন, “যে যত টাকা তুলতে পারবে তার জন্য তৃণমূল।” যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আপনজন পত্রিকা ।
জানা গেছে দিন কয়েক আগে নবগ্রামের বিধায়ক কানাইচন্দ্র মন্ডল তাঁর নবগ্রামের বাড়ির সামনে কিছু দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করছিলেন। ওই সময় দলের কর্মীরা বিধায়ককে কাছে পেয়ে নিজেদের মান অভিমানের কথা বলছিলেন। মূলত যাঁরা দলকে ভালবেসে সংগঠন মজবুত করার কাজ করে আসছেন তাঁরা বিধায়ককে বলেন, “দলে থেকে না পেলাম সম্মান, না পেলাম সুযোগ সুবিধা।” তখনই বিধায়ক মেজাজ হারিয়ে বলেন, “এটা বুঝতে এত দেরি লাগল, ১০ বছর ধরে এই করে বেড়াচ্ছিলি! এটা বুঝতে এতক্ষন সময় লাগে নাকি?”
ভিডিওতে আরো শোনা যায় যে এই অবস্থাতেও সিপিএম কংগ্রেস আগামী ২০ বছরেও রাজ্যে ক্ষমতায় আসতে পারবে না বলেও উল্লেখ করেন তিনি। আর এই ভিডিও ভাইরাল হতেই সোমবার তড়িঘড়ি সাংবাদিক বৈঠক করে ওই ভিডিও র কথা অস্বীকার করে ষড়যন্ত্র চক্রান্তের অভিযোগ তুলে দলের একাংশের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ আনেন তৃণমূলের বিধায়ক । তিনি বলেন ‘ ষড়যন্ত্র ও চক্রান্ত করে ভিডিও কাটিং করে এটা করা হয়েছে, কোথায় ষড়যন্ত্র হয়েছে সেই সিসিটিভি ফুটেজ আমাদের কাছে এসেছে। দলীয় নির্দেশ পেলে সামনে আনব।’
অন্যদিকে ভাইরাল ভিডিওতে শোনা যাচ্ছে প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনের শারীরিক প্রতিবন্ধকতাকেও কটাক্ষ করতে ছাড়েননি নবগ্রামের বিধায়ক। আর এ প্রসঙ্গে সাংবাদিক বৈঠক থেকে বিধায়ক বলেন ‘ ভিডিওতে জাকির ভাইকে নিয়ে যেভাবে কাটিং করা হয়েছে সেটা খুবই দুঃখজনক, ফেক নিউজ করে বিভ্রান্ত ছড়াচ্ছে।’
অন্যদিকে জাকির শাসনের এ মন্তব্য নিয়ে ক্ষোভে ফুঁসছে তার অনুগামীরা। সোমবার সন্ধ্যায় সুতি থানায় রুকুমুদ্দিন শেখ নামে জাকির হোসেনের এক অনুগামী অভিযোগ দায়ের করেন । সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনই দাবি করেন তিনি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct