আপনজন ডেস্ক: গতকাল রবিবার একটি ব্যক্তিগত চার্টার বিমানে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ৪৯ জন শ্বেতাঙ্গ নাগরিক। তারা মার্কিন ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ঘোষিত নতুন আশ্রয়-প্রদানের কর্মসূচির অধীনে শরণার্থী মর্যাদা পেয়েছেন। ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নেওয়ার পর প্রস্তাব দিয়েছিলেন।
এই দলে পরিবার ও শিশুদেরও দেখা গেছে। তারা স্থানীয় সময় আজ সোমবার সকালে ওয়াশিংটনের ডালেস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র কোলেন মসিবি। এই প্রথম আফ্রিকান (দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ ডাচ ও ফরাসি বংশোদ্ভূত একটি ক্ষুদ্র জনগোষ্ঠী) সম্প্রদায়ের সদস্যরা যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের সুযোগ পেলেন। চলতি বছরের ৭ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গ-প্রধান সরকারকে শ্বেতাঙ্গদের প্রতি বর্ণবৈষম্যের অভিযোগে অভিযুক্ত করেন এবং তাদের পুনর্বাসনের নতুন কর্মসূচি চালুর কথা জানান।
তবে দক্ষিণ আফ্রিকার সরকার এই অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছে। এই পুনর্বাসন কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে ট্রাম্প প্রশাসন আফগানিস্তান, ইরাক, সাব-সাহারান আফ্রিকাসহ বহু যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের শরণার্থী আবেদন স্থগিত করেছে—যা নিয়ে আদালতে চ্যালেঞ্জও উঠেছে।
শরণার্থী সংগঠনগুলো প্রশ্ন তুলছে, যুদ্ধ ও প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দেশগুলোর মানুষের পরিবর্তে শ্বেতাঙ্গ দক্ষিণ আফ্রিকানদের কেন অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যেখানে সাধারণত মার্কিন শরণার্থী প্রক্রিয়া সম্পূর্ণ করতেই বছরের পর বছর লেগে যায়। ট্রাম্প প্রশাসনের দাবি, দক্ষিণ আফ্রিকার সরকার ‘বর্ণবাদী ও শ্বেতবিরোধী’ নীতিমালা গ্রহণ করেছে—যেমন ভূমি বাজেয়াপ্ত করার নতুন আইন ও অগ্রাধিকার ভিত্তিক কর্মসংস্থান আইন। যদিও দক্ষিণ আফ্রিকার সরকার বলছে, এসব ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য এবং এখন পর্যন্ত কোনো আফ্রিকানারের জমি সরকার দখল করেনি। মসিবি জানান, আফ্রিকানারদের বহনকারী বিমানটি ছিল ওকলাহোমাভিত্তিক চার্টার সংস্থা ওমনি এয়ার ইন্টারন্যাশনালের। জোহানেসবার্গের ওআর তাম্বো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেওয়ার আগে বিমানবন্দরে পুলিশি প্রহরায় তাদের প্রস্থান নিশ্চিত করা হয়। দলে কেউ অপরাধী কি না, সেটি যাচাই করতে পুলিশ স্ক্রিনিংও করেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct