সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: গ্রীষ্মকালীন তাপপ্রবাহের জেরে সমস্ত কিছু গরম হয়ে উঠেছে। এরপর সেইসব জায়গা আগুনের সংস্পর্শে এলে বারুদের ন্যায় আগুনের লেলিহান চতুর্দিকে গ্রাস করে ফেলছে। এরূপ পরিবেশ পরিস্থিতিতে আগাছা পরিস্কার করার লক্ষ্যে আগুন লাগাতেই নিমেষে ঝলসে পড়ছে স্বযত্নে লাগানো অন্যান্য চারাগাছ গুলি। ঘটনাটি বীরভূমের সিউড়ি আইটিআই ইনস্টিটিউটের । জানা যায় কর্তৃপক্ষের তরফে আগাছাগুলি পরিষ্কার করানোর উদ্যোগ নেওয়া হয়। সেই মোতাবেক আগুন ধরিয়ে সেগুলোকে পুড়িয়ে নষ্ট করে ফেলা হচ্ছে কিন্তু তাতেই হিতে বিপরীত হয়েছে বলে স্থানীয়দের ক্ষোভ।আইটিআই ইনস্টিটিউট চত্বরে বেশ কিছু লাগানো হয়েছে গাছের চারা। বিশ্ব উষ্ণায়নের যুগে ‘গাছ লাগান প্রাণ বাঁচান’ এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন জায়গায় গাছ লাগানোর পরিকল্পনা করে থাকেন উদ্যোক্তারা তাতে অনেক ক্ষেত্রে সফল হতেও দেখা হয়ে গেছে। গাছ লাগিয়ে শুধু সৌন্দর্য বৃদ্ধি নয়, পরিবেশের ভারসাম্য বজায় রাখার উদ্দেশ্য নিয়েই ইন্সটিটিউট চত্বরে বেশ কিছু গাছের চারা লাগানো হয়েছিল। কিন্তু আগাছাতেই আগুন ধরিয়ে তা পরিষ্কার করার পরিকল্পনা যে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে, তাতে ইনস্টিটিউট কর্তৃপক্ষের উদাসীনতাই সামনে এসেছে। আগাছাকে পুড়িয়ে ফেলতে গিয়ে সেই আগুনেই নষ্ট হচ্ছে অতি সযত্নে লাগানো গাছের চারা গুলি। এরকমই এক চিত্র দেখা গেছে সিউড়ি আইটিআই ইনস্টিটিউট চত্বরে। কিছু পরিবেশ প্রেমী মানুষ সেখানে উপস্থিত কর্মচারীদের জিজ্ঞাসা করলেও ্যউত্তর মেলেনি। ভাবে পরিবেশের তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এই বিশ্ব উষ্ণায়ন যেভাবে একটি ভয়ংকর পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে, সেখানে একটি সরকারি প্রতিষ্ঠান কর্তৃপক্ষের এ ধরনের দায়সারা কাজকর্মের নিন্দা জানিয়েছেন স্থানীয়রা। শুধু এই গাছের চারা গুলি পুড়ে যাওয়ায় নয়, যেভাবে আগুন লাগিয়ে আগাছা পরিষ্কার করার পরিকল্পনা নেওয়া হয়েছে,তাতে শুধু চারা গাছের ক্ষতিগ্রস্ত নয়, সেই আগুন ছড়িয়ে গিয়ে বড়সড় দুর্ঘটনাও ঘটে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এই প্রচন্ড তাপপ্রবাহে জেলার বিভিন্ন অংশে আগুন লাগার ঘটনাও সামনে এসেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct