সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: দৈনন্দিন রেল পরিষেবায় বাঁকুড়া রেল স্টেশনের ওপর দিয়ে যেসব ট্রেনগুলো যাতায়াত করতো তার অনেক কিছুই লকডাউনের সময় থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন কেন্দ্রীয় সরকার রেল পরিবহণ ব্যবস্থাকে বেসরকারীকরণের চেষ্টা করছে। এই প্রসঙ্গ টেনে তেরো দফা দাবি নিয়ে আজ বাঁকুড়া স্টেশন চত্বরে ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি করে “সি আই টি ইউ” বাঁকুড়া জেলা কমিটির সদস্যরা।
বিক্ষোভকারীদের দাবি,বাঁকুড়া-মশাগ্রাম লাইনের সাথে বর্ধমান-হাওড়া কর্ড লাইনের সংযোগের কাজ শেষ হলেই চালু করতে হবে পুরুলিয়া/বাঁকুড়া থেকে মশাগ্রাম হয়ে হাওড়া ইন্টার সিটি এক্সপ্রেস বা দৈনিক যাতায়াতের ট্রেন। যত খুশী লেট করে বা যখন তখন ট্রেন বাতিল করা বন্ধ করে টাইম টেবিল অনুসরণ করে প্রতিটি ট্রেন চালানোর দাবি জানানো হয়েছে। বাঁকুড়া স্টেশনের ২নং প্ল্যাটফর্মের সামনে রেলট্র্যাকে রেল লাইন বসানোর কাজ দ্রুততার সাথে শেষ করতে হবে।
বন্ধ থাকা আন্ডার পাশের কাজ অবিলম্বে শুরু করে সম্পন্ন করা, রেল ফটকে উচ্ছেদ হওয়া গরীব বস্তীবাসীর পুনর্বাসনের ব্যবস্থা,প্ল্যাটফর্মের শৌচাগারগুলি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যবহারের উপযোগী করে তোলা সহ ১৩ দফা দাবিতে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায় “সি আই টি ইউ”। বিক্ষোভ শেষে “সি আই টি ইউ” বাঁকুড়া জেলা কমিটির সদস্যরা রেল যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করার দাবীতে বাঁকুড়ার স্টেশন ম্যানেজারের মাধ্যমে জেনারেল ম্যানেজার, দক্ষিণ পূর্ব রেলওয়েকে ডেপুটেশনের স্মারকলিপি জমা দেন তারা। দাবি পুরো না হলে আরো বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানান সি আই টি ইউ বাঁকুড়া জেলা কমিটির বিক্ষোভকারী সদস্যরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct