বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার, আপনজন: কেন্দ্র সরকারের ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে পশ্চিম বঙ্গ রাজ্য জমিয়ত উলামায়ে হিন্দের ডাকে আগামী ২৮ শে নভেম্বর বৃহস্পতিবার ধর্মতলায় এক প্রতিবাদ সভার আয়োজন করা হবে। উক্ত প্রতিবাদ সভা সাফল্য করার লক্ষ্যে মগরাহাট ১ নম্বর ব্লক (উস্থি) জমিয়ত উলামায়ে হিন্দের ব্যবস্থাপনায় উস্থি থানার অন্তর্গত হটু গঞ্জ বাসষ্ট্যান্ডে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।দক্ষিণ ২৪ পরগনা জেলা জমিয়ত উলামায়ে হিন্দের সম্পাদক মাওলানা ইব্রাহিম, মগরাহাট পশ্চিম ব্লকের জমিয়ত উলামায়ে হিন্দের সম্পাদক মাস্টার মনিরুল হক, মগরাহাট পশ্চিম ব্লক জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি জাহাঙ্গীর, উস্থি কাজীপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল খালিদ,একতারা অঞ্চল জমিয়ত উলামায়ে হিন্দের নেতৃত্ব হাফেজ আবদুল্লাহ,এছাড়াও উপস্তিত ছিলেন রহমাতুল্লাহ মোল্লা উস্থি, মাওলানা সাহাবুদ্দিন ডায়মন্ড হারবার, মাওলানা রহমাতুল্লাহ, এনাম সাহেব, হেদায় তুল্লাহ, আব্দুল্লাহ মোল্লা সহ আরও অন্যান্য বিশিষ্ঠ সমাজ কর্মী প্রমুখ। মগরাহাট পশ্চিম ব্লক জমিয়ত উলামায়ে হিন্দের সম্পাদক মাস্টার মনিরুল হক তিনি বলেন সমগ্র বিশ্বের সকল দেশের তুলনায় আমাদের মাতৃভূমি ভারতবর্ষে সবচেয়ে বেশি ওয়াকফ সম্পত্তি বিরাজমান। আর এই ওয়াকফ সম্পত্তির মধ্যে রয়েছে যেমন মাদ্রসা, মসজিদ,কবরস্থান সহ আরও অনেক কিছু যেটা আমাদের পূর্ব পুরুষ ওয়াফফ করে গিয়েছেন। কেন্দ্রীয় সরকারের এই ওয়াকফ বিলের বিরুদ্ধে রক্ত দিয়েও প্রতিরোধ করব।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct