নিজস্ব প্রতিবেদক, বসিরহাট, আপনজন: সন্দেশখালির হিংসা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দোষীদের জেলে ঢোকানো হয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বসু তাঁর কেরল সফর সংক্ষিপ্ত করে উত্তর ২৪ পরগনার আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে গিয়েছিলেন। হাওড়া জেলার ডুমুরজলা স্টেডিয়ামে সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি বলেন, যে কেউ সন্দেশখালি যেতে পারেন। এতে আমাদের কোনো সমস্যা নেই। আমরা ইতিমধ্যেই রাজ্য মহিলা কমিশনের দলকে সেখানে পাঠিয়েছি। তারা ফিরে এসে প্রতিবেদন জমা দেন। যারা সহিংসতায় উসকানি দিয়েছে তাদের গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। নিরাপদ সর্দারের তিনদিন পুলিশ হেফাজত হল। নির্দেশ দিল বসিরহাট আদালত। বিজেপির প্রাক্তন জেলা সভাপতি বিকাশ সিং জামিন পেলেন। একইসঙ্গে শাহজাহানের ঘনিষ্ঠ উত্তম সর্দার জামিন পেলেন। এদিকে পুলিশ মোট ১১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। শিবু হাজরার অভিযোগের ভিত্তিতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা দেয় সন্দেশখালি থানার। শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দার এবং বিজেপি নেতা জামিন পেলেও জামিন পেলেন না সন্দেশখালির প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দার। উত্তর চব্বিশ পরগনা জেলার সন্দেশখালিতে উত্তেজনাপ্রবণ এলাকায় তৃণমূল নেতা শুভ হাজরার পোল্ট্রি ফার্মে আগুন এবং বাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশ মোট ১১৭ জনের নামে এফআইআর করেছিল। তার মধ্যে এক নম্বর নাম ছিল সিপিআইএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারের। পুলিশ রবিবার বাঁশদ্রোণী থানা এলাকা থেকে নিরাপদ সর্দারকে গ্রেফতার করে। এরপরই সিপিএম সমর্থকরা বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাতে শুরু করেন। শেষ পর্যন্ত বসিরহাট পুলিশের হাতে তুলে দেওয়া হয় নিরাপদ সর্দারকে। সোমবার বসিরহাট আদালতে নিরাপদ সর্দারকে পেশ করা হয়।
নিরাপদ সর্দারকে গ্রেপ্তারের প্রতিবাদে সিপিআইএম সন্দেশ খালি এক এবং দুই নম্বর ব্লকে বন্ধের ডাক দেয় সোমবার। এদিকে,সন্দেশখালির যাবার পথে বাসন্তি হাইওয়েতে রাজবাড়ী, সরবেড়িয়া, আকুঞ্জি পাড়া, মিনাখা সহ একাধিক জায়গায় এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা প্লাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েন। রাজ্যপাল সি ভি আনন্দ বোস কে বিক্ষোভ প্রদর্শন করার জন্য। প্ল্যাকার্ডে লেখা ছিল ১০০ দিনের বকেয়া কাজের টাকা, আবাস যোজনার বকেয়া টাকা, রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি সহ একাধিক বিষয়। এদিকে অবরোধ বিক্ষোভে বাসন্তী হাইওয়েতে রাজ্যপালের কনভয় বেশ কিছুক্ষণ আটকে পরে। যদিও তৎক্ষণাৎ পরিস্থিতির নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ এবং বিক্ষোভরত তৃণমূল কর্মী সমর্থকদের হটিয়ে দিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কনভয় অবরোধ মুক্ত করে। সোমবার দুপুরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি বিধায়কদের নিয়ে বাসে করে সন্দেশখালি যেতে গেলে তাদের সংযোগস্থলে গতিরোধ করে কলকাতা পুলিশ। সেখানে রাস্তায় বসে বেশ কিছুক্ষণ প্রতিবাদ জানিয়ে বিরোধী দলনেতা সহ বিজেপি বিধায়করা ফিরে যান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct