বিশেষ প্রতিবেদক, ইসলামপুর, আপনজন: বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার ইসলামপুরে বিক্ষোভ মিছিল ও প্রকাশ্য সভা করলো সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া। দেশে বর্ণবাদী আধিপত্য, শোষণ এবং যাবতীয় অধিকার কুক্ষিগতকরণের অবসান ঘটাতে, জাতি ভিত্তিক জনগণনা এবং তার সমীক্ষা রিপোর্টের ভিত্তিতে সমস্ত জাতিকে ক্ষমতার -বিকেন্দ্রীকরণের মাধ্যমে যাবতীয় সরকারী ও বেসরকারী সুযোগ-সুবিধা প্রদানের দাবিতে এই মিছিল ও প্রকাশ্য সভা বলেন এসডিপিআই-এর রাজ্য সহ সভাপতি মুহাম্মদ সাহাবুদ্দিন। এদিন ইসলামপুরের নেতাজি পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল হাসপাতাল মোড় ঘুরে বাসস্ট্যান্ডে পৌঁছায়। বাসস্ট্যান্ড প্রাঙ্গণে প্রকাশ্য সভা অনুষ্ঠিত হয় এসডিপিআই-এর। সভায় উপস্থিত ছিলেন এসডিপিআই-এর রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম, সহ-সভাপতি মোঃ সাহাবুদ্দিন, এনডিপিআই - এর রাজ্য সাধারণ সম্পাদক সঞ্চয় সরকার, রানিনগর এক এর ব্লক সভাপতি আবদুল লতিফ, রানীনগর বিধানসভার সভাপতি সেখ মহম্মদ, দক্ষিন মুর্শিদাবাদ জেলার সাধারণ সম্পাদক মাসাদুল হক প্রমুখ। রাজ্য সভাপতি তায়েদুল ইসলাম সারা দেশে জাতি ভিত্তিক জনগণনার প্রয়োজনীয়তা কেন তা ব্যাখ্যা করেন। বলেন-বর্ণবাদী দল গুলি জাতি ভিত্তিক জনগণনা এড়িয়ে গিয়ে একচেটিয়া বর্ণবাদী শোষণ চালিয়ে আসছে। এর বিকল্প হিসেবে বঞ্চিত সমাজের রাজনৈতিক প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলকে ক্ষমতার প্রয়োগ প্রদান প্রযোজন। সঞ্চয় সরকার বলেন পিছিয়েপড়া জাতি ক্ষমতায় না আসলে দেশ উন্নতি হতে পারে না। এছাড়াও সংসদে ১৪৬ জন সাংসদকে বহিষ্কার করা নিয়েও তীব্র প্রতিবাদ করা হয় উক্ত সভায়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct