সেক আনোয়ার হোসেন, তমলুক, আপনজন: দ্রুত নির্বাচনের দাবিতে স্মারক লিপি প্রদান জাতীয় কংগ্রেসে।হলদিয়া পৌরসভা মেয়াদ শেষ হয়েছে ২০২২ সালে ৫ই সেপ্টেম্বর দেখতে দেখতে প্রায় ১৫ মাস অতিক্রান্ত নির্বাচন হয়নি। তার প্রতিবাদে সরব হয় জাতীয় কংগ্রেসে।পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পৌর বোর্ড চলছে প্রশাসক দিয়ে এক সময় রাজ্যের শ্রেষ্ঠ পৌরসভা গুলির অন্যতম বলে খ্যাতি ছিল হলদিয়া পৌরসভার। বর্তমানে এই পৌরসভা জনপ্রতিনিধিহীন কংগ্রেসের ৮ সদস্যের এক প্রতিনিধি দল হলদিয়া পৌরসভার ইওর জুলফিকার আলীর কাছে স্মারকলিপি জমা দেয় দ্রুত নির্বাচনের দাবিতে। কংগ্রেসের দাবি, হলদিয়া পৌর এলাকায় ২লক্ষ ৭৬ হাজার বাসিন্দা রয়েছেন এই বিপুল পরিমাণ মানুষ প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছে। পৌরবোর্ড না থাকার কারণে গোটা পৌরসভা জুড়ে রাস্তাঘাটের বেহাল অবস্থা ভাঙ্গা রাস্তা ভরসা শহরবাসীর। পথবাতি অকেজো হয়ে পড়ে রয়েছে। পৌরসভার সমস্ত ওয়ার্ডে পৌঁছানো যায়নি অমৃত জল প্রকল্প সিটি সেন্টার সংলগ্ন এলাকায় কয়েকটি ভোজ্য তেল কারখানায় দূষিত জলে অতিষ্ঠিত ১৩-১৪-১৫-১৬ ওয়ার্ডের বাসিন্দারা। কংগ্রেসের আরও দাবি পৌরবোর্ড না থাকায় নাগরিকরা বাড়ির প্ল্যান অনুমোদন করতে পারছে না। সঠিক পরিকল্পনার অভাবে কাজ থমকে। প্রায় ১৫ দফা দাবি নিয়ে জাতীয় কংগ্রেসের নেতৃত্ব সুদর্শন মান্না সরব হন।সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন প্রাক্তন বিধায়ক ও সাংসদের দাবি রাজ্য সরকার পৌর নির্বাচন করুক যদি নির্বাচন না করে তাহলে তারা নির্বাচনের দাবিতে প্রতিনিয়ত হলদিয়া পৌরসভার সামনেই আন্দোলন করবেন। সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ও সাংসদ ডঃ লক্ষ্মণ চন্দ্র শেঠ, প্রাক্তন কাউন্সিলর অশোক পট্টনায়ক,অভিমুন্য মন্ডল সহ অনেকেই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct