আপনজন ডেস্ক: ছুটে চলেছে আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়নরা ওয়ার্ল্ডকাপের পরও ধরে রেখেছে ধারাবাহিক ছন্দ। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত পারফরম্যান্স করা আলবিসেলেস্তেরা ধরে রেখেছে ফিফা ব়্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও। কোয়ালিফায়ারে ধুঁকতে থাকা ব্রাজিলের অবনমন হয়েছে দুই ধাপ। ২০২৬ ফিফা ওয়ার্ল্ডকাপের লাতিন আমেরিকার বাছাইয়ে ৬ ম্যাচ খেলে ৫টি জিতেছে আর্জেন্টিনা। হার একটি। দাপুটে পারফরম্যান্সে বৃহস্পতিবার রাতে প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ের নতুন হালনাগাদে ১৮৫৫.২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখে লিওনেল মেসিরা। লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে ৬ ম্যাচ খেলে ২ জয়ের বিপরীতে ৩ ম্যাচ হেরেছে ব্রাজিল। এতে ফিফা র্যাঙ্কিংয়ে তৃতীয় থেকে পঞ্চম স্থানে নেমে এসেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেলেসাওদের পয়েন্ট ১৭৮৪.০৯। পূর্বের চেয়ে কমেছে ২৮.১১ পয়েন্ট।
দ্বিতীয় স্থান ধরে রেখেছে ২০২২ বিশ্বকাপের রানার্সআপ দল ফ্রান্স। ১৮৪৫.৪৪ পয়েন্ট ২০১৮ বিশ্বকাপের চ্যাম্পিয়নদের। এক ধাপ করে এগিয়ে পরের দুটি স্থানে আছে ইংল্যান্ড ও বেলজিয়াম। উন্নতি হয়েছে নেদারল্যান্ডসেরও। এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে আছে ডাচ্রা। তাদেরকে জায়গা ছেড়ে দিয়ে সাত নম্বরে নেমে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল।
শীর্ষ দশের পরের তিনটি স্থানে নেই কোনো পরিবর্তন। অষ্টম স্থান ধরে রেখেছে স্পেন। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি রয়েছে নবম স্থানে। আর ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া রয়েছে দশম স্থানে। ফিফার র্যাঙ্কিংয়ের নতুন হালনাগাদে স্থান পরিবর্তন হয়নি বাংলাদেশেরও। ১৮৩তম স্থানটি ধরে রেখেছে হাভিয়ের কাবরেরার দল। ৪.১৫ পয়েন্ট বেড়ে জামাল ভূঁইয়াদের পয়েন্ট এখন ৯১৬.৭৫। অক্টোবরের আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে মাঠে নেমেছিল বাংলাদেশ। এশিয়া অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়ার মাঠে ৭-০ গোলে ধরাশায়ী হওয়ার পর নিজেদের আঙিনায় লেবাননের সঙ্গে ১-১ ড্র করে তারা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct