মোমিন আলি লস্কর, জয়নগর, আপনজন: তৃণমূল কংগ্রেসের অঞ্চলের অঞ্চল সভাপতি ও সদস্য সাইফুদ্দিন লস্কর খুন হওয়ার পর দলুয়াখাকী গ্ৰামে লস্কর পাড়ায় দুষ্কৃতকারীরা লুটপাট এবং অগ্নিসংযোগের মানুষের ঘর বাড়ি পুড়িয়ে দেয়। ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সেখানে হাজির হলেন গণতান্ত্রিক মহিলা সমিতির সায়ন ব্যানার্জি। পুলিশি বাধার বিরুদ্ধে হাইকোর্টের শরণাপন্ন হলে লকাতা হাইকোর্ট মাত্র পাঁচজনকে নিযে গ্রামে ঢোকার অনুমতি দেয়। নিষেধ করা হয় অবাঞ্ছিত কথা বলা থেকে বিরত থাকতে।সেই রায়ের ভিত্তিতে ৫ জন প্রতিনিধি দলকে নিয়ে আইনজীবী সায়ন ব্যানার্জি গ্ৰামের মধ্যে ঢুকতে গেলে বাধা মুখে পড়েতে হয়। আজ সারা ভারত গনত্যাক্তিত মহিলা সমিতির পক্ষ থেকে ৫ জন প্রতিনিধি দল দলুয়াখাকী গ্ৰামে লস্কর পাড়ায় দুপুরে পুলিশের কড়া নিরাপাত্তার মাধ্যমে প্রতিনিধি দল ত্রান নিয়ে প্রবেশ করেন এবং অসহায় মানুষের হাতে কিছু ত্রান সামগ্রী তুলে দিলেন ।উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পদিকা কনীনিকা ঘোষ, চন্দনা ভৌমিক, লিলু চক্রবর্তী,শুষমিতা মন্ডল সহ ৫ জন প্রতিনিধি দল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct