আপনজন ডেস্ক: লেবানন-ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে ইসরায়েলি বাহিনীর সাথে ভয়াবহ সংঘর্ষে লেবাননের সশস্ত্র ইসলামিগোষ্ঠী হিজবুল্লাহর অন্তত চার সদস্য নিহত হয়েছেন।মঙ্গলবার (১৭ অক্টোবর) এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। একই দিনে ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত তিন ইসরায়েলি আহত হয়েছেন।বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠীগুলো গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলি বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত রয়েছে।ইসরায়েলের উত্তরাঞ্চলের সাফেদ শহরের জিভ মেডিক্যাল সেন্টারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালের দিকে লেবানন থেকে ছোড়া ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উত্তর ইসরায়েলের মেটুলা শহরে আঘাত হেনেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। আহতরা বেসামরিক নাগরিক নাকি সামরিক বাহিনীর সদস্য তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হওয়া যায়নি। তবে হামলার পর লেবানন সীমান্তের কাছের গ্রামগুলোর বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল।লেবাননের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি বলছে, দক্ষিণ লেবাননের সীমান্তের কিছু এলাকায় কামান ও সাদা ফসফরাস নিক্ষেপ করেছে ইসরায়েল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct