রঙ্গিলা খাতুন, কান্দি: জাতীয় স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকারকারী কান্দির শুভম পালকে সম্বর্ধনা দিল ভারতের ছাত্র ফেডারেশন। সম্বর্ধনা পেতেই বাড়ি জুড়ে আনন্দিত হয়ে উঠেন শুভমসহ পরিবার। এদিন শুভম পাল বলেন “ খুব ভালো লাগছে এস এফ আই পক্ষ থেকে সন্মানিত হতে পেরে। কান্দি থেকে আমিই প্রথম যে জাতীয় স্তরে তৃতীয় হয়েছি। তবে আমার স্যার মোঃ আজহারুদ্দীন খুব সহযোগীতা করছেন এবার আমি যাতে প্রথম হয়। আমার স্বপ্ন আশাকরি পুরন হবে। উল্লেখ্য জানাগিয়েছে দেরাদুন প্যারেড গ্রাউন্ড মাল্টিপারপাস হলে সেপ্টেম্বর মাসের ২১ তারিখ থেকে শুরু হয়েছিল জাতীয় স্তরের ক্যারাটে চাম্পিয়ান প্রতিযোগীতা শেষ হয়েছিল ২৪ তারিখে। এই খেলায় ভারতের ৩৬ টি রাজ্যের পাশিপাশি পশ্চিমবঙ্গ থেকেও অনেকজন খেলায় অংগ্রহন করেছিল। তাদের মধ্যে তৃতীয় স্থান অধিকার করে পশ্চিমবঙ্গ। তাদের মধ্যে কান্দির শুভম পাল তৃতীয় স্থান অধিকার করে। জয়ের খবর আসতেই মুর্শিদাবাদের কান্দি জুড়ে খুশির হাওয়া। এদিনে শুভমকে সম্বর্ধনা দিতে উপস্থিত ছিলেন এস এফ আই কান্দি লোকাল কমিটির সম্পাদক প্রীতম রুজ, ভরতপুর লোকাল কমিটির সম্পাদক রেজাউল মোল্লা, বড়ুয়া লোকাল কমিটির সম্পাদক সুমিত ব্যানার্জি, এবং খড়গ্রাম লোকাল কমিটির সভাপতি জনি মিয়াসহ অন্যান্য নেতৃত্ব।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct