আপনজন ডেস্ক: মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ সৌদি আরবের অর্থনীতি প্রথমবারের মতো ট্রিলিয়ন ডলারের ক্লাবে প্রবেশ করেছে। দেশটির মোট দেশীয় উৎপাদন (জিডিপি) এক ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। ২০২৫ সালের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এমন অর্জন দেখলো দেশটি। সৌদির ৯৩তম জাতীয় দিবসে এই তথ্য জানিয়েছে ফেডারেশন অব সৌদি চেম্বারস। সরকারী বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির অর্থনীতিতে প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৭ শতাংশ, যা জি-২০ দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। উৎপাদন সক্ষমতা বাড়ার কারণেই এমন প্রবৃদ্ধি দেখেছে দেশটি। তাছাড়া স্থানীয় মুদ্রার ডিপোজিটও বেড়েছে উল্লেখযোগ্য হারে। জিডিপিতে বেসরাকারিখাত ১ দশমিক ৬৩৪ ট্রিলিয়ন সৌদি রিয়াল যোগ করেছে, যা জিডিপির ৪১ শতাংশ। এক্ষেত্রে প্রবৃদ্ধির হার ৫ দশমিক ৩ শতাংশ।দেশটিতে বেসরকারি বিনিয়োগ বেড়ে দাঁড়িয়েছে ৯০৭ দশমিক ৫ বিলিয়ন সৌদি রিয়াল। এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ৩২ দশমিক ৬ শতাংশ। বেসরকারিখাতে কর্মীর সংখ্যাও বেড়েছে। ২০২১ সালে যেখানে কর্মী ছিল ৮ মিলিয়নের সামান্য বেশি, ২০২২ সালে তা বেড়ে দাঁড়ায় প্রায় সাড়ে ৯ মিলিয়নে। এক্ষেত্রে প্রবৃদ্ধির হার ১৬ দশমিক ৬ শতাংশ। মূলত অর্থনৈতিক বৈচিত্রতায় নজর দেওয়ার কারণেই এমন সফলতার পথে সৌদি। দেশটির পণ্য ও সেবার রপ্তানি বেড়েছে ৫৪ দশমিক ৪ শতাংশ। তাছারা রপ্তানি সক্ষমতা ২০২১ সালের ৩৩ শতাংশ থেকে বেড়ে ২০২২ সালে ৩৯ শতাংশে দাঁড়িয়েছে। এদিকে অর্থনৈতিকভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে ভারত। এরই মধ্যে যুক্তরাজ্যকে ছাড়িয়ে বিশ্বের পঞ্চম অর্থনীতির দেশ হয়েছে দক্ষিণ এশিয়ার জনবহুল এই দেশটি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct