অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: এক বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে উত্তেজনা। স্থানীয়দের অভিযোগ, ওই বৃদ্ধার সন্তানরাই তাঁকে মেরে ঝুলিয়ে রেখেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাপালি পাড়া এলাকার ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে নিজের বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় বিষ্ণুরানী সরকার (৬৫) নামে এলাকার এক বাসিন্দার। বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে ভিড় জমায় এলাকাবাসীরা।
তাদের অভিযোগ, মৃত ওই বৃদ্ধার তিন সন্তান তার ওপরে ক্রমাগত নির্যাতন চালাত। তার সন্তানরাই তাকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিয়েছে। তাই মৃত বৃদ্ধার তিন ছেলের শাস্তির দাবিতে এলাকাবাসীরা ঘটনাস্থলে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গঙ্গারামপুর থানার পুলিশ। স্থানীয় লোকেরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। যদিও পরবর্তীতে স্থানীয়দের বিক্ষোভের জেরে এবং ঘটনার তদন্তের জন্য ওই মৃত বৃদ্ধার দুই সন্তানকে আটক করে গঙ্গারামপুর থানার পুলিশ। এ বিষয়ে নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নুরুল ইসলাম জানান, ‘স্থানীয়দের কাছ থেকে জানতে পারি, ওই বৃদ্ধার উপরে তাঁর সন্তানসহ পুত্রবধূরা নির্যাতন চালাতো। পুলিশ পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে। দেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct