জাহেদ মিস্ত্রী, বারুইপুর, আপনজন: দত্তপুকুরের এই মর্মান্তিক দুর্ঘটনার পর আরো বেশি করে সক্রিয় হয়েছে প্রশাসন. রাজ্যের বিভিন্ন জায়গায় বেআইনি বাজি কারখানা গুলিকে সনাক্ত করে হানা দিচ্ছে রাজ্য পুলিশ, বাজেয়াপ্ত করছে বেআইনি বাজি ও বাজি তৈরির মসলা।দক্ষিণ ২৪ পরগনা বারুইপুর চাম্পাহাটি হাড়ালে বেআইনি বাজি বাজেয়াপ্ত করতে হানা দিলো বারুইপুর থানার পুলিশ।বাইরে থেকে দেখে মনে হবে পোল্ট্রি ফার্ম। তার ভিতরেই তৈরি হচ্ছে শয়ে শয়ে নিষিদ্ধ শব্দ বাজি। চম্পাহাটির হাড়ালে সেই ফার্মের মধ্যে থেকে মঙ্গলবার প্রচুর নিষিদ্ধ শব্দ বাজি উদ্ধার করল পুলিশ। দত্তপুকুরে বিস্ফোরণের পর এ দিন বারুইপুর এসডিপিও অতীশ বিশ্বাস এবং আইসি সৌমজিত রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী চম্পাহাটিতে অভিযান চালায়। প্রাথমিক ভাবে নিষিদ্ধ বাজি, সেল সহ অনেক বাজি উদ্ধার হয়। পরে গ্রামের ভিতর অভিযান চালাতে গিয়ে পোল্ট্রি ফার্মের মত ওই কারখানা থেকে উদ্ধার হয় প্রচুর নিষিদ্ধ শব্দ বাজি।নিয়মিতভাবেই এইরকম পুলিশের অভিযান চলবে বলে পুলিশ সূত্রে খবর।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct