এম মেহেদী সানি, বারাসত, আপনজন: উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের নবনির্বাচিত সভাধিপতি ও অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর উদ্যোগে প্রতিষ্ঠিত কোচিং সেন্টার ‘ভরসা একাডেমী’তে দশম ও দ্বাদশ শ্রেণীর ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ৷ সাম্প্রতিক সময়ে বিধায়কের নিজস্ব ফেসবুক পেজের মাধ্যমে আগ্রহী ছাত্র-ছাত্রীদের অশোকনগরে বিধায়কের কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে ৷জানা গিয়েছে নারায়ণ গোস্বামী বিধায়ক হওয়ার পরেই অসহায় দুঃস্থ মেধাবী ছাত্র-ছাত্রীদের মাথায় রেখে শুরু করেছিলেন ফ্রী কোচিং সেন্টার ‘ভরসা একাডেমী ৷’ যা ইতিমধ্যেই এলাকায় নজির সৃষ্টি করেছে, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি অসহায় দুঃস্থ মেধাবী শিক্ষার্থীদের কথা মাথায় রেখে শিক্ষাকে ত্বরান্বিত করার লক্ষ্যে নারায়ণের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার গুণীজনেরা ৷অশোকনগর পৌরসভার আয়োজিত মাধ্যমিক- উচ্চমাধ্যমিক উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে এসে বিধায়ক নারায়ণ গোস্বামী জানান, ‘আগ্রহী সমস্ত ছাত্র-ছাত্রীদের বলব যত দ্রুত সম্ভব আমাদের সঙ্গে যোগাযোগ করে ভরসা একাডেমিতে ভর্তি হতে পারে, সে ক্ষেত্রে কোন টাকা পয়সা লাগবে না ৷ এখানে বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক শিক্ষিকারা স্বেচ্ছায় সময় দেন ৷’ ফ্রি কোচিং সেন্টার ‘ভরসা একাডেমি’ প্রতিষ্ঠানকে আরও বড়ো করার লক্ষ্য নিয়ে নারায়ণ গোস্বামী আগামী দিনের পরিকল্পনা প্রসঙ্গে বলেন, ‘এখন উচ্চ মাধ্যমিক পর্যন্ত আমরা কোচিং দিয়ে থাকি, আগামী দিন চাকরি প্রার্থীদেরও সম্পূর্ণ ফ্রিতে উচ্চমানের প্রশিক্ষণ দেওয়া হবে ৷’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct