মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: পূর্ব বর্ধমানের নতুন জেলা পরিষদের সভাধিপতি নির্বাচিত হলেন শ্যামাপ্রসন্ন লোহার। সহ-সভাধিপতি হলেন গার্গী নাহা। এর আগের বোর্ডে সভাধিপতি ছিলেন শম্পা ধারা সহ-সভাধিপতি ছিলেন দেবু টুডু। শম্পা ধারা বর্তমানে রায়নার বিধায়িকা আর দেবু টুডু তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র। সংস্কৃত লোক মঞ্চের পিছনে এনেক্স হলে সমস্ত জেলা পরিষদের সদস্যদের উপস্থিতিতে জেলাশাসক প্রিয়ঙ্কা সিংলা সহ অনেক বিশিষ্ট আধিকারিকদের তত্ত্বাবধানে শ্যামাপ্রসন্ন লোহার কে জেলা পরিষদের সভাধিপতি ঘোষণা করা হয়। এর আগেই রাজ্য থেকে শ্যামাপ্রসন্ন লোহার কে সভাধিপতির জন্য মনোনীত করা হয়েছিল। প্রথমদিকে সাংবাদিকরা শপথ গ্রহণ অনুষ্ঠানে হাজির হতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন। পরে কার্জন গেটে সভাধিপতি ও সহসভাপতি কে সংবর্ধনা জানানো হয়। সেখানে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ সহ অনেক বিধায়ক উপস্থিত ছিলেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct