অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: 'নির্মল সাথী অভিযান' কর্মসূচির অংশ হিসেবে পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠিত হলো অঙ্কন প্রতিযোগিতা। কুমারগঞ্জ সদর ও উত্তর চক্রের অন্তর্গত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রী দের নিয়ে এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার শুভ সূচনা করেন কুমারগঞ্জ ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবপ্রিয় ঠাকুর, অবর বিদ্যালয় পরিদর্শক দেবলীনা চ্যাটার্জী, মধ্য রামকৃষ্ণপুর গ্রামীণ উন্নয়ন সমিতির সম্পাদক মিজানুর রহমান প্রমূখ। মোট ৫৬ জন ছাত্র-ছাত্রী এই প্রতিযোগিতায় অংশ নেয়। এ বিষয়ে মিজানুর রহমান জানান, জেলায় প্রথম কুমারগঞ্জ ব্লকে এই রূপ ড্রয়িং কম্পিটিশন এর আয়োজন করা হয়েছিল। 'আমার চোখে নির্মল বিদ্যালয়' এই থিমের উপরে আয়োজিত প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার দেওয়া হয় কুমারগঞ্জ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং সকল কে সান্তনা পুরস্কার দেওয়া হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct