আজিজুর রহমান, গলসি: গলসি ১ নং ব্লকের পারাজ গ্রাম পঞ্চায়েতের ১৭২ নং বুথে সিপিআইএম ও কংগ্রেস জোট সমর্থককে ভোট দিতে বাধা। লাঠি দিয়ে সেখ কওসার নামে এক বাম কংগ্রেস সমর্থকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ শাসন দলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। তাছাড়াও ভোট কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে শাসক দলের বুথ বসানোর অভিযোগ তুলেছেন, জেলা পরিষদের সিপিআইএম প্রার্থী জয়শ্রী বিষ্ণু। পাশাপাশি তিনি ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তোলেন শাসক দলের কর্মীদের বিরুদ্ধে। এছাড়াও তিনি বলেন, তৃণমূলের এজেন্ট সাজাহান সেখ এক ভোটারকে নিয়ে গিয়ে নিজে ভোট দিয়ে দিচ্ছেন। আমি পিসাইডিং অফিসার কে বললাম। তিনিও ওই ভুল স্মিকার করছেন। এদিকে মারধরের ঘটনার কথা অস্মিকার করেছেন, স্থানীয় তৃণমূল নেতা সেখ আনোয়ার হোসেন। তার দাবী, ওরাই পারাজ হাটতলার কাছে আমাদের বুথের ত্রিপল, ভোটার লিস্ট, ফ্লাগ ও কাগজপত্র ছিঁড়ে দিয়েছে। আমাদের লাঠি নিয়ে মারতে এসেছিল। তাদের নিজেদের লাঠিতেই কওসারের সেখের লোকের মাথা ফেটেছে। ভোট দেওয়ার প্রসঙ্গে তৃণমূল এজেন্ট সাজাহান সেখ বলেন, ভোটার কি অভিযোগ করেছেন? ওটা ওরা সস্তার রাজনীতি করছেন। বয়স্ক মানুষ তাই আমি হাত ধরে ঢুকিয়ে দিয়েছি। কিছু পাচ্ছে না তাই যা খুশি বলে দিচ্ছে। ঘটনাস্থলে আসে পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এদিকে ঘটনার পর আহতকে স্থানীয় পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আনা হয়। অবস্থার অবনতির জন্য তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। কাওসার সেখ জানিয়েছেন, তিনি ভোট দিতে যাচ্ছিলেন। তখন পিছন থেকে লাঠি দিয়ে কেউ তার মাথায় মেরে ফাটিয়ে দিয়েছে। তবে কে মেরেছে তা তিনি দেখতে পাননি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct