সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: গত ৮ ই জুন রাজ্য নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত হয়েছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ। যাহা আগামী ৮ই জুলাই অনুষ্ঠিত হবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যে মনোনয়ন পর্ব ও প্রত্যাহার পর্বের সময়সীমা উত্তীর্ণ। চারিদকে শুরু হয়ে গেছে গনতন্ত্র উৎসবের সাজো সাজো রব। রঙবেরঙের বাহারে সব নির্বাচনী প্রতিক, দূর্নীতি,উন্নয়ন ইত্যাদির পারস্পরিক শ্লোগানে দেওয়াল করছে চকচক। প্রচারে ব্যাতিব্যস্ত শাসক থেকে বিরোধী সমস্ত রাজনৈতিক দলগুলি। সেরূপ আজ বীরভূম জেলার রাজনগর ব্লক এলাকার শঙ্করপুর গ্রামে রাস্তার পাশে বাম- কংগ্রেস- নকশালদের জোট প্রার্থীর সমর্থনে দেখা গেল দেওয়াল লিখন। বিজেপি ও তৃনমূল দলের তথা কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে দূর্নীতির সূর চড়িয়ে চলছে এই দেওয়াল লিখন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct