এম মেহেদী সানি, কলকাতা,আপনজন: আজ শুক্রবার প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষা ২০২৫-এর ফলাফল । শুক্রবার সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের ফল ঘোষণা করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় ৷ পরীক্ষা শেষ হওয়ার ৭০ দিনের মাথায় ফল প্রকাশ করা হয়েছে । পরীক্ষার্থী ছিল ৯ লক্ষ ৬৯ হাজার ৪২৫ জন। এর মধ্যে রেগুলার পরীক্ষার্থী ছিল ৯ লক্ষ ১৩ হাজার ৮৮৩ জন। পাশের হার ৮৬.৫৬ শতাংশ। যা গতবছরের তুলনায় বেশি। প্রথম দশে রয়েছে ৬৬ জন পরীক্ষার্থী। উল্লেখ্য, এবছর গত ১০ ফেব্রুয়ারি শুরু হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা শেষ হয় গত ২২ ফেব্রুয়ারি। রাজ্যের মোট ২ হাজার ৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিয়েছিল পরীক্ষার্থীরা ।
মাধ্যমিকে পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর (৯৬.৪৬%)। তার পর যথাক্রমে কালিম্পং, কলকাতা এবং পশ্চিম মেদিনীপুর রয়েছে।
মাধ্যমিকে প্রথম হয়েছে উত্তর দিনাজপুরের অদৃত সরকার । তার প্রাপ্ত নম্বর ৬৯৬, শতাংশের নিরিখে ৯৯.৪৬ শতাংশ । যুগ্ম দ্বিতীয় অনুপম বিশ্বাস এবং সৌম্য পাল। তাদের প্রাপ্ত নম্বর ৬৯৪। তৃতীয় হয়েছে ঈশানী চক্রবর্তীর প্রাপ্ত নম্বর ৬৯৩ ৷ সংখ্যালঘুদের মধ্যে প্রথম হয়েছে মুহাম্মদ সেলিম, মেধা তালিকা অনুযায়ী সে চতুর্থ স্থানে রয়েছে তার প্রাপ্ত নম্বর ৬৯২ ৷ ৬৬ জনের মেধাতালিকায় সংখ্যালঘুদের মধ্যে থেকে ৮ জন শিক্ষার্থী স্থান পেয়েছে ৷ সংখ্যালঘু ছাত্রদের থেকে সংখ্যালঘু ছাত্রীরা এবার পরীক্ষায় অনেক বেশি অংশগ্রহণ করেছে। সংখ্যালঘু ছাত্রদের সংখ্যা ১ লক্ষ ৭৬ হাজার ৮০৪ চার জন। আর সংখ্যালঘু ছাত্রদের সংখ্যা ১ লক্ষ ৪ হাজার ৪৭১জন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct