ওড়িশার বিভিন্ন জেলায় শুধুমাত্র ধর্ম পরিচয়ের কারণে মুর্শিদাবাদ মালদার পরিযায়ী শ্রমিকরা হেনস্থার শিকার হওয়ায় তারা নিজের রাজ্যে দলে দলে ফিরে আসছেন। আর আসার পরই তারা সংবাদমাধ্যমের কাছে শোনাচ্ছেন তাদের আতঙ্কে কাটানো দিনযাপনের কথা। মুর্শিদাবাদের প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে তৎপরতার সঙ্গে খোঁজ নেওয়া হচ্ছে ওড়িশায় থাকা মুর্শিদাবাদের পরিযায়ীদের। ভিন রাজ্যে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের এই হেনস্থা নিয়ে মুখ খুলেছেন মুর্শিদাবাদের ভুমিপুত্র বিভিন্ন দলের রাজনীতিক থেকে শুরু করে নানা সংগঠনের কর্ণধার ও সমাজকর্মীরা। তাদের মতামত তুলে ধরেছেন ‘আপনজন’ সাংবাদিক সজিবুল ইসলাম।
সর্বদা পরিযায়ী শ্রমিকদের পাশে ছিলাম, আছি, থাকব
ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক, বিশেষ করে আমার একটা বক্তব্যকে কিছু মিডিয়া বিকৃতি করেছে যা আমি বলিনি। আমরা সর্বদা পরিযায়ী শ্রমিকদের পাশে ছিলাম আছি থাকব। আমি বিভিন্ন রাজ্যে মুসলিম পরিযায়ী শ্রমিকদের হেনস্থার খবর পেয়েছি সেই সব এলাকার সাংসদদের সঙ্গে কথা বলে বিষয়টা দেখার চেষ্টা করছি। আমাদের দল তাদের নিয়ে ভাবনা চিন্তা করছে কি ভাবে এই সমস্যার সমাধান করা যায় সেই বিষয়ে। আশাকরি খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়ে যাবে।
আবু তাহের খান, সাংসদ, মুর্শিদাবাদ
অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলা দরকার মমতার
এই বিষয়ে অনেক আগেই আমি আশঙ্কা করেছিলাম যে এর প্রভাব অন্য রাজ্যের পরিযায়ী শ্রমিকদের উপর প্রভাব পড়বে। সেটাই সত্যি হল। রাজ্যর মুখ্যমন্ত্রী অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলে এই রাজ্যের পরিযায়ী শ্রমিকদের উদ্ধার করার চেষ্টা করা উচিত। মালদা মুর্শিদাবাদের অনেক পরিযায়ী শ্রমিক তারা বিভিন্ন রাজ্য কাজ করেন সেখানে তারা আক্রান্ত ও হেনস্থা হচ্ছে কিন্তু তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই। এভাবে মারধর করা ঠিক নয়, সে হিন্দু হোক বা মুসলিম কাউকেই।
অধীর রঞ্জন চৌধুরী, প্রাক্তন সাংসদ, বহরমপুর
খুবই খারাপ লাগছে বিষয়টি শুনে
আমরা ঘটনাটি শুনেছি। খুবই খারাপ লাগছে বিষয়টি শুনে। আমাদের সর্বভারতীয় সভানেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয় নিয়ে পরিকল্পনা করছেন, যাতে করে রাজ্যে ফিরে আসার পর কোনওভাবে তাদেরকে কাজ বা আর্থিক সহযোগিতায় করা যায়। আমরা সর্বদা পরিযায়ী শ্রমিকদের পাশে আছি ছিলাম থাকব।
আব্দুর রাজ্জাক, বিধায়ক, জলঙ্গি
ধর্ম পরিচয়ের নামে এ ধরনের হেনস্থা বন্ধ হোক
বাংলার পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্য হেনস্থার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাশাপশি মানুষের শুধু ধর্ম পরিচয়ে হেনস্থা একবারের ঠিক নয়। এটা মানতার বিরোধী। এই বিষয়ে রাজ্য সরকার ব্যবস্থা নিক। ধর্ম পরিচয়ের নামে এ ধরনের হেনস্থা যে কোনও মূল্যে বন্ধ হওয়া দরকার।
নিজামুদ্দিন বিশ্বাস, রাজ্য সাধারণ সম্পাদক, ইমাম মুয়াজ্জিন সংগঠন
কেন্দ্রে বিজেপি সরকার আসতেই হিন্দু-মুসলিম বিভেদ
ভারতবর্ষে নানা ধর্মের নানা বর্ণের নানা ভাষার মানুষের বসবাস। এখানে আগে কখনই হিন্দু মুসলিম ভাগাভাগি করেনি কেউ। কিন্তু কেন্দ্রে বিজেপি মোদি সরকার আসতেই এখন কে হিন্দু কে মুসলিম এই নিয়ে চলছে রাজনীতি। ওড়িশায় যেভাবে বাংলার তথা মুর্শিদাবাদ জেলার মুসলিম পরিযায়ী শ্রমিকদের উপর চড়াও হচ্ছে সেটা খুবই নিন্দনীয় ও দুর্ভাগ্য জনক। আমি ব্যক্তিগত ভাবে এই ঘটনার নিন্দা জানাচ্ছি। পাশাপশি আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী দলীয় ভাবে সর্বভারতীয় স্তরে বিষয়টা তুলে ধরবেন বলে আশাকরি। কারণ, আমাদের দেশ সম্প্রীতির দেশ।
আব্দুর রাজ্জাক মোল্লা, জলঙ্গি ব্লক কংগ্রেসের সভাপতি
পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা দাবি করছি
বিষয়টি খুবই খারাপ যে শুধু ধর্মের কারণে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের হেনস্থা ও মারধর করা হচ্ছে। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পরিযায়ী শ্রমিকদের সঠিক নিরাপত্তা দাবি করছি।
মাওলানা আব্দুর রাজ্জাক, নেতা, ইমাম মুয়াজ্জিন সংগঠন
আমরা সম্প্রীতি চাই, ওড়িশার ঘটনা নিন্দনীয়
আমরা সম্প্রীতি চাই। ওড়িশার ঘটনা নিন্দনীয়। কোনো সমস্যা হলে সেটা অন্য ভাবে বিরোধিতা করা যায়। কিন্তু যেভাবে পরিযায়ী শ্রমিকদের ধর্ম পরিচয়ের কারণে মারধর করা হচ্ছে তা কাম্য নয়।
ইউনুস সরকার, প্রাক্তন বিধায়ক, জলঙ্গি
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct