বাবলু প্রামানিক, বারুইপুর, আপনজন: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নবোজোয়ার কর্মসূচি আরম্ভ করেছিল এপ্রিল মাসে তা আজ ৪৭ তম দিনে পদার্পণ করল। বুধবার সেই কর্মসূচিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙ্গড় থেকে তিনি পদযাত্রা শুরু করেন তা সোনারপুর বিধানসভার অন্তর্গত তেমাতা হয়ে বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রে অন্তত চম্পাহাটি থেকে বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুর পুরাতন বাজার জয়নগর মোড় দিয়ে জয়নগরের দিকে চলে যান। এই জনজোয়ার কর্মসূচি কার্যত বারুইপুরে জনপ প্লাবনের রূপ দিয়েছিল বহু তৃণমূল কর্মী ও সাধারণ মানুষ রাস্তার দু’ধারে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে দেখার জন্য দাঁড়িয়েছিলেন। বারুইপুরে এই জনজোয়ার কর্মসূচিতে অংশগ্রহণ করে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সংসদ শুভাশিস চক্রবর্তী বারুইপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ,বারইপুর পশ্চিম পূর্ব বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিভাস সরদার, জেলা পরিষদের উপাধ্যক্ষ জয়ন্ত ভদ্র, ও বিধায়ক শ্যামল মন্ডল বারুইপুর পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী বারুইপুর পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম দাস বারুইপুর পৌরসভার পৌরপিতা শক্তি রায় চৌধুরী বারুইপুর পৌরসভা পৌরপিতা পৌর মাতা গন ও বারুইপুর পূর্ব ও পশ্চিম বিধানসভা কেন্দ্রের অসংখ্য তৃণমূল কর্মী। বুধবার বিকালের দিকে বারুইপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় জনজোয়ার কর্মসূচিতে পদব্রজে যান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct