আপনজন ডেস্ক: সমুদ্রের ওপর চলছে বিশ্বের বৃহত্তম ভাসমান বইমেলা। শুনতে অবাক লাগলেও বিশাল এক জাহাজে হচ্ছে এই আয়োজন। লাগোস হোপ, নামে এই জাহাজটিকে বানানো হয়েছে গ্রন্থাগার। তাতে থরে থরে সাজানো রয়েছে বিভিন্ন লেখকের পাঁচ হাজার বই। এখন পর্যন্ত দেড়শটিরও বেশি দেশ ভ্রমণ করেছে ভাসমান এই বইমেলা। বিভিন্ন দেশের মানুষের সংস্কৃতির মেল বন্ধনের লক্ষে এই মেলার আয়োজন বলছেন, আয়োজকরা। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম নিউজ অফ বাহরাইন জানিয়েছে, বিশ্বব্যাপী বইপ্রেমীদের কাছে নানান বই পৌঁছে দিতে দেশে দেশে ঘুরে বেড়ায় লাগোস হোপ নামের এই জাহাজ। বর্তমানে দুই সপ্তাহের জন্য জাহাজটি অবস্থান করছে বাহারাইনে। বাহারাইনসহ বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা বই কিনতে ভিড় জমাচ্ছেন এই জাহাজে। ১৩২ মিটার দীর্ঘ ভাসমান এই বইমেলায় রয়েছে বিজ্ঞান, শিল্পকলা, চিকিৎসা, উপন্যাস, আরবি, ইংরেজিসহ বিভিন্ন শিক্ষামূলক বই। বলা হচ্ছে, এটিই বিশ্বের সবচেয়ে বড় ভাসমান বইমেলা। জার্মানিভিত্তিক সংস্থা জিবিএ শিপের অধীনে পরিচালিত হয় এ বই মেলা বিগত পাঁচ দশক ধরে অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বের অন্তত ৬০টি দেশের ৩৩০ জন স্বেচ্ছাসেবী ক্রু হিসেবে কাজ করছে জাহাজটিতে। বিভিন্ন দেশের সংস্কৃতি ছড়িয়ে দিতে ১৯৭০ সাল থেকে ভাসমান বইমেলা পরিচালনা করছে জিবিএ শিপ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct