রঙ্গিলা খাতুন, বড়ঞা, আপনজন: বড়ঞা ব্লকের কুলি এবং খোরজুন গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হল দুয়োরের সরকার ক্যাম্প। বৃহস্পতিবার কুলি কলেজ ঘোষ স্কুলেএবং বদুয়া দুই নম্বর প্রাথমিক বিদ্যালয়ে দুয়ারে সরকারে ক্যাম্পে এসে অনেক সাধারন মানুষ অভিযোগ করে। দুয়ারে সরকার ক্যাম্পে একাধিক বার সরকারি বিভিন্ন প্রকল্পের আবেদন জানিও কোনো সুবিধা পাওয়া যায়নি। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে বিধবাভাতা, স্বাস্থ্য সাথীসহ একাধিক বিষয়ে কেউ ৫ বার কেউ বা ৬ বারেও বেশি দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন জানিও এখনো পর্যন্ত কোনো সুবিধা পাওয়া যায়নি বলে ক্ষোভ প্রকাশ করলেন বড়ঞা ব্লকের খোরজিনা গ্রাম পঞ্চায়েতের দুয়ারের সরকার ক্যাম্পে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বড়ঞা থানা অন্তর্গত বদুয়া গ্রামের বিশেষভাবে সক্ষম এক অসহায় কিশোরী রাফিলা খাতুন রেশন কার্ড আধার কার্ডের জন্য ১৬ বছর হণ্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে । এখনো পর্যন্ত সমস্ত সরকারি সুবিধা থেকে বঞ্চিত। রফিলা খাতুনির মা তাজিনুর বিবি বলেন, আমার বাচ্চার বয়স যখন তিন বছর, তখন থেকে আমি এসডিও অফিস বিডিও অফিস সহ বিভিন্ন অফিসে ঘুরে বেড়াচ্ছি । পঞ্চায়েত অফিস সহ সরকারি দপ্তরে ঘুরছি আমার বাচ্চার আধার কার্ড আর রেশন কার্ড করার জন্য। কিন্তু বার বার জানিয়েও কোনো সুরাহা হয়নি। সরকারি বিভিন্ন সুবিধা থেকে এখনো বঞ্চিত।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct