এহসানুল হক, বসিরহাট, আপনজন: গ্রাম পঞ্চায়েত সদস্যার বিরুদ্ধে পুকুর ভরাট করে বাড়ি নির্মাণের অভিযোগ। যার জেরে বন্ধ হয়েছে এলাকার জল নিকাশি ব্যবস্থা। বর্ষা হলেই জলমগ্ন হয়ে পড়ছে এলাকা , বিপাকে পড়েছে সাধারণ মানুষ।সরকারি দপ্তরে অভিযোগ জানিয়েও কোন কাজ হয়নি ।বাদুড়িয়ার জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর দিয়াড়া ১৫৫ নম্বর বুথের ঘটনা।
এলাকাবাসীর অভিযোগ-দীর্ঘ কয়েকশো বছর ধরে উত্তর দিয়াড়া মৌজায় ৩৮৩ দাগে পুকুর রয়েছে । কাগজে কলমেও ৩৮৩ দাগে পুকুর উল্লেখ আছে , তবুও সেই পুকুর ভরাট করে গ্রাম পঞ্চায়েত সদস্যা সোনালী গাইন বাড়ি তৈরি করেছেন বলে অভিযোগ। বাদুড়িয়া থানা ও ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক এর দপ্তরে লিখিত অভিযোগ জানানো হলেও তবুও হয়নি কোনো সুরাহা। এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত সদস্য সোনালী গাইনের এর সাথে যোগাযোগ করলেও তিনি এই বিষয় নিয়ে মুখ খুলতে চাননি । এরপর আমরা যোগাযোগ করেছিলাম গ্রাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে ।জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রিতা মন্ডল জানান-বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবেন,এই বিষয়ে আমি কিছু জানিনা,ঘোজ নিয়ে দেখছি।যদি সে এই কাজ করে থাকেন তাহলে তদন্ত করে কড়া ব্যাবস্থা নেওয়া হবে। এলাকার মানুষের অভিযোগ, বহুদিন ধরে খাতা কলমে পুকুর রয়েছে। যার বয়স হলো কয়েকশো বছর। কিন্তু নিজের জোর খাটিয়ে কুকুর বুজিয়ে সেখানে বাড়ি নির্মাণ করেছেন। যার ফলে এলাকায় জল নিকাশের ব্যবস্থা বেহাল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct