এহসানুল হক, বসিরহাট, আপনজন: একদিকে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন বাংলা উন্নয়নে এগিয়ে গিয়েছে। ঠিক সেই সময় অন্য চিত্র ধরা পরল বসিরহাট মহাকুমার অন্তর্গত মিনাখা এলাকায়।দীর্ঘদিন ধরে বেহাল সুন্দরবন অঞ্চলের মিনাখার মোহনপুর ফেরিঘাটের যেন মরণ ফাঁদ, বৃষ্টি বা অন্যান্য সময় বাইক এবং মানুষ উঠতে পা পিছলে দুর্ঘটনা ঘটেছে এমনই কথা শোনার ছিলেন নিত্যযাত্রীরা। নদী আছে, ফেরীঘাট ও আছে তবে সেই ফেরিঘাট দিয়ে ঝুঁকিপূর্ণভাবে চলতে হয় অত্যন্ত এলাকার মানুষদের। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মিনাখাঁর মোহনপুর ও চাঁপালী দুই পঞ্চায়েত এলাকার সংযোগস্থল বিদ্যাধরী নদী। দু’য়ের মাঝখান দিয়ে বয়ে গেছে বিদ্যাধরী নদী। প্রত্যেকদিন এই পথ দিয়ে অসংখ্য যাত্রী যাতায়াত করেন। নিজেদের গন্তব্যস্থলে যাওয়ার একমাত্র সহজ পথ হিসেবে এই ফেরিঘাটের জুড়ি মেলা ভার। অন্য দিক থেকে যেতে গেলে প্রায় ৩০ কিলোমিটার ঘুরে গন্তব্যস্থলে পৌঁছাতে হয়। কিন্তু প্রশাসনিক অবহেলায় খেয়া ঘাটের বেহালদশা দীর্ঘদিন ধরে। স্থানীয় ও নিত্য যাত্রীদের অভিযোগ এখানে পারাপার হতে গেলে খুবই সমস্যার সম্মুখীন হতে হয়। মাঝে মাঝে সাইকেল বাইক নিয়ে ফেরি পার হতে গিয়ে দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। কখনো কখনো বয়স্ক বৃদ্ধ-বৃদ্ধারাও এই ফেরি পারাপার হতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। আর এই সমস্যা যেন তাদের এক নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে সেখানকার বাসিন্দাদের একটাই প্রশ্ন, কবে হবে এই ফেরিঘাট সংস্কার। এদিন যাত্রীদের মধ্যে লতা কর্মকার, শরিফুল ইসলাম মোল্লারা বলেন, বহুদিন ধরেই এই ফেরিঘাটের অবস্থা বেহাল। বৃষ্টি আসলেই পা পিছলে বেশ কয়েকজন দুর্ঘটনায় পড়েছেন। এমনকি জল যখন নিচে চলে যায় নিচে কাদায় হেঁটে নৌকায় উঠতে হয়। বারবার বিভিন্ন প্রশাসনিক কর্তা ব্যক্তিদের জানিয়েও কোন সুরাহা মেলেনি। সমস্যার কথা জানালেও হবে হবে করে এই কয়েকটা বছর কেটে গেছে। তবে এ বিষয়ে মোহনপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি তপন রায় বলেন, ‘ আমরা ব্লক প্রশাসনকে জানিয়েছি আশা করি আগামীতে কাজ শুরু হয়ে যাবে।’এদিন বিরোধীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বাংলার উন্নয়ন তো দূরের কথা এইসব প্রত্যন্ত এলাকায় কোন উন্নয়ন হয়নি। উন্নয়নের নামে মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। এই ফেরিঘাটের অবস্থা বেহাল যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই সরকারের কোন কর্ণপাত নেই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct