নকীব উদ্দিন গাজী, দেউলা, আপনজন: নিজের শিশু সন্তানকে শ্বাসরোধ করে খুন করার পর ধান জমিতে ফেলে দিয়ে পলাতক বাবা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার উস্থি থানার নাজরার এলাকার । নিহত শিশু রোহিত শেখ (৭)। অভিযুক্ত বাবা রফিকুল সেখ ঘটনার পর থেকে পলাতক। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,দেউলা নাজরা গ্রামের বাসিন্দা রফিকুল শেখ শনিবার সন্ধ্যায় তার নিজের ছেলেকে গ্রামের ধান জমিতে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে খুন করার পর পুকুরের মধ্যে চুবিয়ে ধানজমিতে ফেলে দিয়ে পালিয়ে যায়। এরপর পরিবারের এক নিকট আত্মীয় কে ফোন করে অভিযুক্ত বাবা রফিকুল সেখ জানায় তার ছেলেকে সে খুন করে ধান জমিতে ফেলে দিয়েছে। এরপর পরিবারের লোকজন রাত নটা নাগাদ ধান জমি থেকে শিশু সন্তানকে উদ্ধার করে বানেশ্বরপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে জানায়। অন্যদিকে ঘটনার খবর পেয়ে শিশু সন্তানের মৃতদেহ উদ্ধার করে ডায়মন্ডহারবার পুলিশ মর্গে দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় উস্থি থানার পুলিশ। তবে কী কারণে নিজের ছেলেকে এভাবে নৃশংস ভাবে খুন করল বাবা ,তার কারণ স্পষ্ট নয়। এলাকার বাসিন্দারা জানায়, রফিকুল শেখ পেশায় একজন ভ্যান চালক প্রায় সময় ছেলেকে মারধর করতো নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীকে মেরে বাপের বাড়িতে পাঠিয়ে দেয়। প্রায় সময় অত্যাচার করত সমস্ত মানুষের উপর। রোহিত শেখ তার একমাত্র পুত্র সন্তান ছিলো। স্ত্রীর ওপর রাগ করে নিজের সন্তানকে খুন করেছে বলে এমনটাই দাবি গ্রামবাসীদের। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত বাবা রফিকুল শেখ। অন্যদিকে খুনি বাবার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে উস্থি থানার পুলিশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct