নিজস্ব প্রতিবেদক , সালার, আপনজন: সম্প্রতি সহিংস কবলিত মুর্শিদাবাদের মাটিতে দাঙ্গাবিরোধী বার্তা দিতে এবং বিজেপি শাসিত রাজ্যে (ওড়িশা, গুজরাট, মহারাষ্ট্র, হরিয়ানা ইত্যাদি রাজ্যে) বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করার প্রতিবাদ জানিয়ে মুর্শিদাবাদের সালারে সভা করল বাংলা পক্ষ।
বাংলা পক্ষের অভিযোগ, বাংলার নানা জেলার শ্রমিকরা বিজেপি শাসিত নানা রাজ্যে আক্রান্ত হচ্ছে। মার খেয়ে বাড়ি ফেরত আসছে। বাংলায় কাজ থাকলেও বাঙালি অন্য রাজ্যে গিয়ে মার খাচ্ছে। এর সমাধান হল চাকরি ও কাজে ভূমিপুত্র সংরক্ষণ। বাংলা পক্ষ দীর্ঘদিন ধরে এই দাবিতে লড়াই করছে।
বাংলা পক্ষের বক্তব্য, বিজেপি মানেই বাংলা ও বাঙালি বিরোধী। বিজেপি যেখানেই ক্ষমতায় সেখানে বাঙালি শ্রমিকরা আক্রান্ত হচ্ছে। দিল্লিতে বাঙালির মাছের দোকানও আগে ভেঙে দেওয়া হয়েছে বিজেপি দিল্লিতে ক্ষমতায় আসার পর৷ ওড়িশাতে বিজেপি ক্ষমতায় আসার পরই বাঙালিকে মারধোর শুরু হয়েছে।
ওড়িশা, গুজরাট, মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যে বাঙালি শ্রমিকদের আক্রমণের বিরুদ্ধে ভরতপুর বিধানসভার সালারে গর্জে ওঠেনবাংলা পক্ষর সাধারণ সম্পাদক অধ্যাপক গর্গ চট্টোপাধ্যায়। তিনি বলেন, বাঙালি শ্রমিকরা বাইরের রাজ্যে মার খাচ্ছে, মুখ্যমন্ত্রী চুপ কেন? সরকার কি ব্যবস্থা করছে। অন্য রাজ্যের লোকজন বাংলায় লুটেপুটে খাচ্ছে৷ অথচ রাজ্য সরকার ভূমিপুত্র সংরক্ষণ চালু করছে না কেন?” তিনি আরও বলেন,“হিন্দু হোক বা মুসলমান, দাঙ্গা করলেই ডাণ্ডা দিন। বাংলায় কোনও দাঙ্গা চলবে না। হিন্দু-মুসলিম এক হয়ে বাঙালি হিসাবে লড়তে হবে।
সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি বাংলার শিল্পাঞ্চল গুলোয় বাঙালির কর্ম সংস্থানের দাবি করেন। তিনি বলেন, শিল্প হয় কোনো এলাকার কর্ম সংস্থানের জন্য। বাইরের রাজ্যের লোককে খাওয়াতে না। এছাড়াও বক্তব্য রাখেন বাংলা পক্ষর শীর্ষ পরিষদ সদস্য ডা. আব্দুল লতিফ ও নুরুল হাসান। জেলা সম্পাদক অরিন্দম চন্দ্র জানান যে বাংলা পক্ষ দ্রুত মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের নিয়ে সংগঠন তৈরি করবে এবং কলকাতায় বড় সভা হবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct