নিজস্ব প্রতিবেদক, মছলন্দপুর, আপনজন: উত্তর ২৪ পরগনা জেলার রাজবল্লভপুর উচ্চ বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মঙ্গলবার।অনুষ্ঠানের শুরুতে শান্তির বার্তা দিতে পায়রা উড়িয়ে এবং জাতীয় সংগীতের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা হয়। এদিন রাজবল্লভপুর উচ্চ বিদ্যালয়ের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এভারেস্ট জয়ী পিয়ালী বসাক। তিনি ছাত্র ও ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিকান্দার রবিদাস বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের শিক্ষক সুখেন মন্ডল। উপস্থিত ছিলেন হাবড়া-১ পঞ্চায়েত সমিতির সভাপতি অজিত সাহা, মছলন্দপুর-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস কুমার ঘোষ, প্রাক্তন প্রধান শিক্ষক সনৎ কুমার বোস, বাণীপুর চক্রের এস আই সেলিম মন্ডল, তদন্ত কেন্দ্রের আধিকারিক রাখোহরি ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct