আপনজন ডেস্ক: পবিত্র ওমরার সফরে মক্কা মুকাররমা থেকে পায়ে হেঁটে মদিনা মুনাওরায় পৌঁছেছেন পাঁচ ব্রিটিশ মুসলিম। রাসূল সা: মক্কা থেকে যে পথে এসেছিলেন, তারাও ঠিক সে পথ ধরেই মদিনায় এসেছেন। বুধবার আলজাজিরা মুবাশির জানায়, ব্রিটিশ ওই পাঁচ মুসলিম এই সফরে অন্তত ৫৪৭ কিলোমিটার হাঁটবেন। এতে তাদের সময় ব্যয় হবে কমপক্ষে ১৮৫ ঘণ্টা। ব্যতিক্রমী এই কাফেলাকে বরণ করে নেয়ার মধ্যেও আছে রাসূল সা:-এর আরো একটি দারুণ স্মৃতি। তারা যখন মদিনায় পৌঁছেন তাদেরকে বিখ্যাত সেই ‘তালাআল বাদরু আলাইনা’ নাশিদ গেয়ে অভ্যর্থনা জানানো হয়। আল্লাহর রাসূল সা: হিজরতের উদ্দেশে মদিনায় পৌঁছলে সেখানকার কিশোর-কিশোরীরা এই নাশিদ গেয়েই তাঁকে বরণ করে নিয়েছিল। গত রোববার কাফেলাটি মদিনায় উপনীত হয়। এরপর তাদেরকে চমৎকার এই পদ্ধতিতে স্বাগত জানানোর ভিডিওটি ব্যাপকহারে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। অনলাইনে সক্রিয়রা ভিডিওটি বেশ পছন্দ করেন এবং পাঁচ ব্রিটিশ নাগরিকের বেশ প্রশংসা করেন তারা। পায়ে হাঁটা ওই কাফেলার এক সদস্য বলেন, তারা ১৫ থেকে ১৯ দিনের মধ্যে সফর শেষ করার সংকল্প নিয়ে মক্কাকে বিদায় জানান। অবশেষে তাদের প্রতিজ্ঞা বাস্তবে রূপ নিলো
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct