আপনজন ডেস্ক: যুক্তরাষ্ট্রে অবস্থানরত অনিবন্ধিত অভিবাসীদের স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যেতে এক হাজার ডলার দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দেশজুড়ে বড় পরিসরে বিতারণ কর্মসূচি এগিয়ে নিতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ (ডিএইচএস) সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিজ দেশে ফেরার জন্য যে অভিবাসীরা ‘সিবিপি হোম’ নামের একটি অ্যাপ ব্যবহার করে সরকারের কাছে আগাম জানাবে, তাদের জন্য ভ্রমণ সহায়তা দেওয়া হবে এবং তাদের গ্রেপ্তার বা নির্বাসিত করার ক্ষেত্রে অগ্রাধিকার কম থাকবে।
অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী ক্রিস্টি নোম বলেন, ‘আপনি যদি অবৈধভাবে এখানে থাকেন, তবে স্বেচ্ছায় নিজ দেশে ফিরে যাওয়া যুক্তরাষ্ট্র ত্যাগের সবচেয়ে নিরাপদ, সাশ্রয়ী ও বুদ্ধিদীপ্ত উপায়।
এখন থেকে ডিএইচএস অবৈধ অভিবাসীদের জন্য ভ্রমণের খরচ ও অনুদান দিচ্ছে, যাতে তারা সিবিপি হোম অ্যাপের মাধ্যমে নিজ দেশে ফিরে যেতে পারেন।’
ডিএইচএস জানায়, স্বেচ্ছায় চলে যাওয়ার জন্য ভাতা ও বিমানভাড়া দেওয়া সরকারের জন্য জোরপূর্বক বিতারণের চেয়ে কম খরচসাপেক্ষ। একজন অনিবন্ধিত অভিবাসীকে আটক, নজরদারি ও বিতারণের গড় খরচ এখন প্রায় ১৭ হাজার ডলার।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct