আজিজুর রহমান , গলসি, আপনজন: ধান কাটার মরসুমে গলসির ইড়কোনা থেকে সুন্দলপুর পর্যন্ত বিস্তীর্ণ কৃষিজমিতে এখন ব্যস্ততা তুঙ্গে। মাঠে চলছে ধান কাটা ও তোলার কাজ। এই কাজে ব্যবহৃত হচ্ছে বড়সড় ধান কাটার যন্ত্র ও ট্রাক্টর। মাঠ থেকে সোজা রাস্তার উপর উঠে আসছে ধান কাটার যন্ত্র ও যানবাহনগুলি। আর সঙ্গেসঙ্গেই তাদের চাকার সঙ্গে উঠে আসছে জমির কাদামাটি। গতকালকের বৃষ্টির জলে সেই কাদা এখন বিপদজনক হয়ে গেছে। যারফলে কার্যত নাজেহাল অবস্থা হয়ে পড়েছে গোটা এলাকার মানুষ। বেশ কয়েক জায়গায় রাস্তায় জমে রয়েছে পুরু কাদার স্তর। এর ফলে মোটরবাইক, সাইকেল ও টোটোর মতো যানবাহন চলাচল প্রায় বিপজ্জনক হয়ে উঠেছে।
সাবির সেখ নামে এক টোটো চালক জানান, রাস্তার কাদা টপকে টোটো চালানো প্রায় অসম্ভব হয়ে উঠেছে। কাল অবদি ঠিক ছিল। রাতে বৃষ্টির জন্য আজ বেশি সমস্যা হচ্ছে। চাকা জ্যাম হয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়ছে গাড়ি।
স্থানীয় বাসিন্দারা জানান, ধান কেটে নেয়ার পর যন্ত্র ও ট্রাক্টর সাফ না করেই রাস্তায় ওঠানো হচ্ছে। ফলে পিচ রাস্তা নষ্ট হচ্ছে, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। তাঁদের দাবি, চাষিরা যন্ত্র ব্যবহারের আগে ও পরে অন্তত রাস্তাগুলির দিকে নজর দিন। তাদের অনুরোধ—যারা এই যন্ত্র ব্যবহার করছেন, তাঁদের উচিত নিজ দায়িত্বে রাস্তা পরিষ্কার করা। এই বিষয়ে পঞ্চায়েত বা স্থানীয় প্রশাসন যদি নজর না দেয়, তবে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন অনেকে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct