নিজস্ব প্রতিবেদক , বহরমপুর, আপনজন: বুধবার মুর্শিদাবাদের লালগোলা কলেজে অনুষ্ঠিত হল একটি আন্তর্জাতিক সেমিনার। সহযোগিতায় বহরমপুর গার্লস কলেজ ও সোসাইটি অফ বেঙ্গল স্টাডিজ। এই সেমিনারে শিশু সাহিত্য বিষয়ক আলোচনায় দেশ বিদেশের বিশিষ্ট বক্তাগণ বক্তব্য রাখেন। তাদের মধ্যে ছিলেন আমাদের সকলের শ্রদ্ধেয় অধ্যাপক বরুণ কুমার চক্রবর্তী, শিশুসাহিত্যিক পার্থজিৎ গঙ্গোপাধ্যায়, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বঙ্গভাষা ও সাহিত্য বিভাগের বিশিষ্ট অধ্যাপক এবং কলা অনুষদের ডিন ড. সনৎ কুমার নস্কর, এবং গৌরমোহন শচীন মন্ডলমহাবিদ্যালয়ের অধ্যাপক ড. নির্মাল্য ঘোষ মহাশয় এবং বাংলাদেশের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ( সিলেট)বাংলা বিভাগের অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য্য । এই সেমিনারের লক্ষ্যণীয় বিষয় হল প্রায় ১২টি জেলার ৪২ জন গবেষক, অধ্যাপক গণের সক্রিয় অংশগ্রহণ এবং তাঁদের গবেষণা ধর্মী লেখা গুলিকে বিচার বিশ্লেষণ করে লালগোলা কলেজ কর্তৃপক্ষ সেমিনারের দিনেই প্রায় ৩৫৮ পাতার আইএসবিএন সম্বলিত বই প্রকাশ করে। এই গ্রন্থের মোড়ক উন্মোচন করেন কলেজের গভর্ণিং বডির মাননীয় সভাপতি এবং লালগোলা র বিধায়ক সম্মানীয় মোহম্মদ আলী স্বয়ং।
তিনি তাঁর সুচিন্তিত বক্তব্যে এই সেমিনারের গুরুত্ব বিশ্লেষণ করেন এবং কলেজের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন।
আমাদের প্রত্যাশা এই গ্রন্থ পাঠক ও গবেষক মহলে প্রশংসিত হবে।
উপস্থিত ছিলেন জিবির উন্যতম সদস্য শিক্ষক জাহাগীর আলম সাহেব, কলেজর টিচার্স কাউন্সিল সেক্রেটারি অধ্যাপক ড. সাইদুর রহমান থেকে শুরু করে অন্য অধ্যাপক-অধ্যাপিকা ও শিক্ষাকর্মী এবং সর্বোপরী ছাত্র ছাত্রীরা ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct