আপনজন ডেস্ক: দেওয়ান আব্দুল গণি কলেজ বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান শেষ হল। গতকাল অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ড.আব্দুল ওহাব। দুইদিনের প্রতিযোগিতায় ছাত্র ছাত্রীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। প্রতিযোগিতায় ছেলেমেয়েরা বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করেন। আথলেটিক পাশাপাশি ফুটবল, ভোয়ালিবল, ক্রিকেট, দাবা, কাবাডি ও ব্যাডমিন্টন সহ একগুচ্ছ খেলার আয়োজন করেন।ছাত্র ও শিক্ষকের মধ্যে ক্রিকেট প্রতিযোগিতা হয়। এছাড়া বিভিন্ন খেলায় মেয়ে অংশগ্রহণ চোখে পড়ার মত। অধ্যক্ষ ড. ওহাব সাহেব খেলাধুলার গুরুত্ব ও খেলাধুলার মধ্যে দিয়ে কর্মজীবনে কীভাবে প্রবেশ করা যায় তার প্রতি আলোকপাত করেন। কলেজের বরিষ্ট অধ্যাপক ছহির আলি মিঞা বর্তমানে খেলাধুলার মধ্যে দিয়ে শারীরিক ও মানসিক ভাবে ভালো থাকার নিধান দেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর কলেজের অধ্যক্ষ দীপক কুমার জানা ও তিনি ছাত্র ছাত্রীদের উৎসাহিত করেন ও জেলা এবং রাজ্য স্তরে অংশগ্রহনের জন্য পড়াশোনার পাশাপাশি প্রতিদিন অনুশীলনের কথা বলেন।এছাড়া উপস্থিত ছিলেন তৃনমুল ছাত্র পরিষদের রাজ্য সম্পাদক কৌশিক সাহা, অত্র কলেজের পরিচালন সমিতি সদস্য হাতেম আলি, ড. মুহাম্মদ ইসমাইল, অনিরুদ্ধ মৈত্র, তপন কুমার বিশ্বাস এবং বুনিয়াদপুর মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্য ড. সজল সরকার এবং কলেজের সন্মানীয় অধ্যাপক ও অধ্যাপিকাগণ।ক্রীড়া কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তাপস মন্ডল ও ছাত্র ইউনিয়নের পক্ষে সোহেল রানা,গোলাপ সারওয়ার সহ অনেকেই।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct