সজিবুল ইসলাম , ডোমকল, আপনজন: কেন্দ্রের বিজেপি সরকারের নতুন ওয়াকাফ সংশোধনীয় বিলের প্রতিবাদে গোটা দেশব্যাপী শুরু হয়েছে প্রতিবাদ সভা এমনকি পার্লামেন্টেও এ নিয়ে চলছে বিরোধিতা। পাশাপাশি একাধিক রাজ্যের রাজ্য সরকার ওয়াকাফ বিলের বিরোধী আইন পাস করেছে। সেই মতো বসে নেই মুসলিম সংগঠনগুলো মুর্শিদাবাদের ডোমকল মহকুমা জমিয়তে উলামায়ে হিন্দের ডাকে ডোমকল বাস স্ট্যান্ডে প্রাঙ্গণে সোমবার দুপুর একটার সময় ঐতিহাসিক জমায়ায়েত করে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এদিনের প্রতিবাদ সভায় বক্তব্য দিতে গিয়ে বিজেপিকে একাধিক ভাষায় আক্রমণ করেন পাশাপাশি রাজ্য বিজেপির নেতৃত্ব শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ দিলীপ ঘোষকে তুলোধোনা করলেন জমিয়তে উলামায়ে হিন্দের রাজ্য সহ-সভাপতি নাজমুল হক। তিনি আরো বলেন, দেশ স্বাধীনের সময় থেকে আমরা ইংরেজের বিরুদ্ধে আন্দোলন করে চলেছি ,ইংরেজরাও চেয়েছিল মুসলিম দের শেষ করে দিতে তারাও পারেনি তারা নিজেরাই দেশ ছেড়ে পালিয়েছে।তাই আমাদের কেও শেষ করতে চাইলে তারা নিজেরাই শেষ হয়ে যাবে।তাই যেভাবে কেন্দ্রের বিজেপি সরকার মুসলিম সম্প্রদায়ের পাশাপাশি ইহুদী খৃষ্টান দেরও ধর্মীয় উপাসনালয় দখলের চেষ্টা করছে।তাই আমরা এই ভাবে আমাদের সম্পদ কেড়ে নিতে দিবো না।আগামী দিনে আরো বড় আন্দোলনে পথে নামতেও রাজি আছি।পাশাপশি যেভাবে বাংলাদেশের ঘটনা কে নিয়ে বিজেপি নেতা মন্ত্রীর রাজনৈতিক জমি তৈরির চেষ্টা করছে, বাংলদেশ কে ঠেকানোর জন্য আমরা মৌলনারাই জোচেষ্ট তাই আমরা ভারতের নাগরিক ছিলাম আছি থাকবো।আর আমদের দেশের বিরুদ্ধে কেও কথা বলবে তাদের ছেড়ে কথা বলব না আমরা।
এদিনের প্রতিবাদ সভায় অন্যান্যদে মধ্যে উপস্থিত ছিলেন জমিয়তে উলামা হিন্দের জেলার সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল হক, ইমাম মুয়াজ্জিন সংগঠনের যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক,জমিয়তে উলামা হিন্দের মহকুমা সাধারণ সম্পাদক মাওলানা মোজাফ্ফর খান, মহকুমা সভাপতি কারী মাইনুল ইসলাম, মৌলনা মুক্তার হোসেন, মাওলনা আসিরউদ্দিন কাসেমী সহ একাধিক নেতৃত্ব গণ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct