আপনজন ডেস্ক: খেলাটা পাঁচ দিনের। তবে অস্ট্রেলিয়া-ভারত বোর্ডার-গাভাস্কার ট্রফির ব্রিসবেন টেস্ট কার্যত চার দিনে নেমে এসেছে। আজ প্রথম দিনে খেলা হয়েছে মোটে ১৩.২ ওভার। মুষলধারে বৃষ্টির কারণে দিনের দ্বিতীয় ও তৃতীয় সেশনে মাঠেই নামতে পারেনি দুই দল। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ১৫ ওভারের কম খেলা হওয়ায় টিকিটের টাকা ফেরত পাবেন দর্শক।
ব্রিসবেনের গ্যাবায় আজ দিনের শুরু থেকেই আকাশ ছিল মেঘলা। তবে বৃষ্টি ছিল না বলে নির্ধারিত সময়েই ম্যাচ শুরু করা গেছে। পিচের সুবিধা কাজে লাগাতে টসে জিতে বোলিং বেছে নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। যদিও তাঁর দলকে হতাশ করে খেলা হওয়া ৮০ বলই টিকে থেকেছেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার উসমান খাজা ও নাথান ম্যাকসুয়েনি।
দ্বিতীয় দফার বৃষ্টিতে খেলা বন্ধের আগপর্যন্ত বিনা উইকেটে ২৮ রান করেছে অস্ট্রেলিয়া। খাজা অপরাজিত ৪৭ বলে ১৯ রান করে, ম্যাকসুয়েনি ৩৩ বলে ৪ রানে। ভারতের হয়ে যশপ্রীত বুমরা করেছেন ৬ ওভার, মোহাম্মদ সিরাজ ৪ আর আকাশ দীপ ৩.২ ওভার।
ডানহাতি পেসার আকাশ দীপের এটি সিরিজে প্রথম ম্যাচ। তাঁকে জায়গা করে দিতে গিয়ে অ্যাডিলেড টেস্ট থেকে বাদ পড়েছেন হর্ষিত রানা। ভারত অবশ্য পরিবর্তন এনেছে আরও একটি। রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় নিয়েছে রবীন্দ্র জাদেজা। এ নিয়ে সিরিজের তিন টেস্টে তিন স্পিনারকে খেলাচ্ছে ভারত। প্রথম টেস্টে ছিলেন ওয়াশিংটন সুন্দর।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ১৩.২ ওভারে ২৮/০ (খাজা ১৯*, ম্যাকসুয়েনি ৪*)।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct